Loader
  • আজ বৃহঃস্পতিবার ৬ই অগ্রহায়ণ ১৪৩১ |
  • ২১শে নভেম্বর ২০২৪

এক নজরে শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র

খ্যাতিমানদের লেখা .. টি মোট নিবন্ধিত সদস্য .. জন
মোট প্রকাশিত লেখা .. টি লেখা প্রকাশ করেছেন .. জন
মোট মন্তব্য প্রকাশিত .. টি বিদেশী লেখা প্রকাশিত .. টি   

শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র ওয়েবসাইটটি বর্তমান শিশু সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় ও সমৃদ্ধ ওয়েব পোর্টাল হবে আমরা এ আশাই ব্যক্ত করছি। আমরা আরো আশা করছি এ প্রজন্মের শতাধিক লেখক আমাদের এখানে প্রতিদিন শিশু সাহিত্য প্রকাশ করবেন। এখানে স্বরচিত লেখা প্রকাশের পাশাপাশি থাকবে স্বরচিত লেখার বই মূদ্রণেরও সুবিধা। উপস্থিত সদস্যেরা যেমন সমমনা লেখক ও সদস্যদের সাথে পরিচিত হতে পারবেন, পাশাপাশি ওয়েবসাইটের সার্বিক আবহে ঋদ্ধ হবেন শিশু সাহিত্যের আবহ আবেশে। এছাড়াও এখানে থাকবে বাংলার খ্যাতিমান শিশু সাহিত্যিকদের সহস্রাধিক লেখকদের এক সংগ্রহশালা, যা নিয়মিত আরও সমৃদ্ধ হবে। আপনি যদি একজন লেখাপ্রিয় মানুষ, শিশু সাহিত্য রচনায় আগ্রহী অথবা শিশু সাহিত্য প্রেমী যে কেউ হয়ে থাকেন, তবে জানবেন এই ওয়েবসাইটটি আপনার জন্যেই তৈরি করা হয়েছে।

অঙ্কন: দেলোয়ার হোসেন

যার জন্যে হলাম স্বাধীন
জগত জুড়ে তাঁরই নাম,
সে যে মোদের জাতির পিতা
শেখ মুজিবুর রহমান।
 
সবুজ-শ্যামল দেশটা মোদের
করেছিলেন তিনি দান,
এ দেশ জুড়ে লেখা রবে
তাঁর কৃতিত্বের অবদান।
 
গড়বো মোরা এ দেশট...

অঙ্কন: সুমিত রায়

         মনে করো যেন বিদেশ ঘুরে         মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে।
তুমি যাচ্ছ পালকিতে মা চড়েদরজা দুটো একটুকু ফাঁক করে,আমি যাচ্ছি রাঙা ঘোড়ার 'পরে         টগ্‌বগিয়ে ত...

অঙ্কন: দেলোয়ার হোসেন

১.কত দেরি হয়ে গেল ভুলো তবু বাড়ি এল না, সন্ধ্যে হয়ে গেল, রাত হয়ে গেল। দাদু তাস খেলতে যাবার আগে বললেন, খুঁজতে যাবার কিছু দরকার নেই, কেউ তোদের নেড়িকুত্তো চুরি করবে না, খিদে পেলে সুড়সুড় করে নিজেই বাড়ি ফিরবে দেখিস।
রুমুর গলার কাছটা কীরকম ব্যথ...

অঙ্কন: রফিক উল্যাহ

কাঠবেড়ালি! কাঠবেড়ালি! পেয়ারা তুমি খাও?গুড়-মুড়ি খাও? দুধ-ভাত খাও? বাতাবি নেবু? লাউ?বেড়াল-বাচ্চা? কুকুর-ছানা? তাও? - ডাইনি তুমি হোঁৎকা পেটুক,খাও একা পাও যেথায় যেটুক!বাতাবি-নেবু সকল্গুলোএকলা খেলে ডুবিয়ে নুলো!তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস...

রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল। রাজার সিন্দুকের টাকা রোদে শুকুতে দিয়েছিল, সন্ধ্যার সময় তাঁর লোকেরা তার একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল।
 
টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এসে রেখে দিলে, আর ভাবলে, ‘ঈস! আমি কত ব...

অঙ্কন: তাসনিম নাহার নোলক

যে শিশু ভূমিষ্ঠ হল আজ রাত্রে
তার মুখে খবর পেলুম:
সে পেয়েছে ছাড়পত্র এক,
নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার
জন্মমাত্র সুতীব্র চিৎকারে।
খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্ঠিবদ্ধ হাত
উত্তোলিত, উদ্ভাসিত
কী এক দুর্বোধ্য...

অঙ্কন: বিমল দাস

বাবুরাম সাপুড়ে,
     কোথা যাস্‌ বাপুরে?
আয় বাবা দেখে যা,
     দুটো সাপ রেখে যা!
যে সাপের চোখ নেই,
     শিং নেই নোখ্‌ নেই,
ছোটে না কি হা...

অঙ্কন: Mousavi Mahian

Day by day I float my paper boats one by one down the running
stream.
    In big black letters I write my name on them and the name of
the village where...

অঙ্কন: গোবিন্দ প্রসাদ দেবনাথ

অনেক দিন আগের কথা এক দেশে ছিল এক রাজা। রাজার ছিল একমাত্র পুত্র নাম তার ঘুম রাজকুমার। একদিন ঘুম রাজকুমার ঘুমিয়ে ছিলেন কিন্তু সকাল হলে তার ঘুম আর ভাঙ্গে না। রাজামশাই মহা চিন্তিত শত ডাকাডাকির পরও রাজকুমারের ঘুম কিছুতেই ভাঙছে না। রাজ্যের যত বিজ্ঞ হেকিম...

আরও পড়ুন
অঙ্কন: তাসনিম নাহার নোলক

বাংলা আমার মাতৃভূমি
বাংলা প্রিয় দেশ,
বাংলা আমার জন্মভূমি 
স্বাধীন বাংলাদেশ।

দেশটা আমার রূপে ভরা
সবুজ-শ্যামল খুব,
তাইতো হৃদয় দেয় যে আমার
তার-ই মায়ায় ডুব।

দেশটা আমার ফুলেল খুবই
আছে হাজার ফুল...

অঙ্কন: দেলোয়ার হোসেন

জানি না কোন পুণ্য বলে পেয়েছি এই মানব জন্ম।
সু-ন্দ-র            অতি             সুন্দর।

বিশ্ব ব্রহ্ম সম          মানসিকতা দিয়েছো
সকল কিছু বো...

অঙ্কন: তাসনিম নাহার নোলক

নানান রূপে পেয়েছি তোমারে জীবন মাঝে
নানান সাজে                নানান নামে
ওগো       আমার ভালোবাসার ধন 
এই জগতেে তুমিই আমার সব।।

তুমি আমার নয়ন মোদে   জী...

সত্য আর ধৈর্য আমার শক্তি,
মানুষকে মন্দ কাজে দেই না কোন যুক্তি।
মন্দ মানুষের বিরুদ্ধে আমৃত্যু লড়ি,
সঠিক সময়ে সঠিক কাজটি আমি করি।
মানুষের দুঃখে আমি কাঁদতে চাই,
মানুষের বিপদে আমি ছুটে যাই।
শিক্ষার আলো আমি চারিদিকে ছড়িয়ে...

অঙ্কন: গোবিন্দ প্রসাদ দেবনাথ

আজ বাকরুদ্ধ আমি একা, স্বপ্নের পৈচাশিক যন্ত্রনা কেউ একলা ছেড়ে দেওয়া ছাড়া হয়না স্বপ্নপথের যাত্রী, হচ্ছি পথহারা। বলেনা কেউ হয়না কেউ পারব আমি সব থেকে সেরা নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা তারপরেও হীনমন্যতা, দীনতা। খুরে খুরে খাচ্ছে, বয়স বাড়ছে দেখা মেলেনা স্বপ্নসারথ...

অঙ্কন: দেলোয়ার হোসেন

‘তোমরা আমায় কোথায় নিয়ে যাচ্ছো?
আমি মায়ের কাছে যাব।‘
রাসেলের কণ্ঠে আকুল মিনতি; তবুও ভয়হীন;
ছোট্ট রাসেল জানে না তখনো౼
হতে চলেছে প্রদীপ নেভানো মৃত্যুঞ্জয়ী আয়োজন।
 
হায়েনারা সমস্বরে বলে౼
মায়ের কাছে যাবি? এই যা!
হি...

অঙ্কন: তাসনিম নাহার নোলক

স্বপ্ন দেখো বলতে শেখো আমি একদিন পারব,
স্বপ্ন দেখো বলতে শেখো অবশ্যই চেষ্টা করে ছাড়বো।
স্বপ্ন দেখো ধৈর্য নিয়ে যাও এগিয়ে যাও,
স্বপ্ন দেখো সাহস রেখো কিসের এত ভয় পাও।
স্বপ্ন দেখো শ্রম দিবে কভু করবে না হেলা,
স্বপ্ন দেখো সত...

অঙ্কন: গোবিন্দ প্রসাদ দেবনাথ

খোকামোঃ হেদায়েতুল ইসলাম আম আনার খেতে খোকার নেইতো কোন জুড়ি,রঙেঢঙে খোকা উড়ায় নানান রঙের ঘুড়ি।খিলখিলিয়ে হেসে ওঠে খোকা পেলে সুড়সুড়ি, সময় বুঝে কাজ করে সে দেখে দেখে ঘড়ি।কথায় কাজে দেয় না কভু মোদের খোকা ফাঁকি,আদুরে মোদের ছোট্ট সোনা মোরা...

অঙ্কন: তাসনিম নাহার নোলক

উৎস্বর্গ: -সকল স্তরের নাফ পাড়ের কবি ও লিখিয়ে প্রাণের সখা-সখী দের জন্য।
কবিতার উপনাম: “নদীনাফের স্বপ্নের কবি”


কবিরা ঐশ্বরিক নয়, নয় ঔরষজাত
কবির প্রান, মন, আত্মা সবই স্নাত,
রেক কিসিম আছে কবি, তাদের কবিতায়
ত...

অঙ্কন: তাসনিম নাহার নোলক

ইচ্ছে করে যাই হারিয়ে 
হীরক রাজার দেশে, 
নানান রঙের পুষ্প যেথা 
ফোটে ভেসে ভেসে। 

ইচ্ছে করে পাখনা মেলে 
পাখির মতো উড়ি, 
সপ্ত আকাশ যাই পেরিয়ে 
গ্রহে গ্রহে ঘুরি। 

আরও পড়ুন
সামাজিক যোগাযোগ
শেয়ার করুন
লেখক খুঁজুন
লেখা খুঁজুন
আজকে যাদের জন্মদিন
Loading...
লেখার ক্যাটাগরি

সাধারণত শিশু সাহিত্য বিষয়ক সব বিষয়ের উপড়ই আমরা লেখা আহ্বান বা প্রকাশ করে থাকি। শিশু সাহিত্য বহির্ভূত কোন প্রকার লেখাই এখানে প্রকাশ করা হয় না। নিম্নোক্ত বিভাগগুলির শিশু সাহিত্য লেখার জন্য সকলকে অনুরোধ করা হলো।

Loading...
মনোনিত জনপ্রিয় লেখক
নতুন মেম্বার
Loading...

শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রে নীতিমালা মেনেই লেখা প্রকাশ করতে হবে। এখানে নীতিমালা বহির্ভূত কোন লেখাই প্রকাশ করা যাবে না। যদি কেউ প্রকাশ করেন তার দায় শুধুমাত্র লেখকের উপরই বর্তাবে। তার জন্য শিশুসাহিত্য বিকাশ কেন্দ্রের কর্তৃপক্ষ বা এর সাথে সম্পৃক্ত কারোর উপরই তার দায় বর্তাবে না। লেখা প্রকাশের পূর্বে অবশ্যই আমাদের নীতিমালার বিষয়ে অবগত হউন।