Loader
  • আজ মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ |
  • ৩রা ডিসেম্বর ২০২৪

এক নজরে শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র

খ্যাতিমানদের লেখা .. টি মোট নিবন্ধিত সদস্য .. জন
মোট প্রকাশিত লেখা .. টি লেখা প্রকাশ করেছেন .. জন
মোট মন্তব্য প্রকাশিত .. টি বিদেশী লেখা প্রকাশিত .. টি   
থিম তৈরি এবং ব্যবহার নির্দেশিকা

প্রথমেই অনুরোধ করবো নিচের লেখাগুলো মনোযোগ সহকারে বুঝে নিজের লেখা প্রকাশ করুন। তাতে আপনার প্রফাইলের লেখাগুলো সুন্দরভাবে প্রকাশ হবে।


পোষ্টের থিম নির্বাচন বা থিম তৈরীর নিয়মাবলী
  •   লেখা প্রকাশের ক্ষেত্রে আমাদের রয়েছে একটি বিশেষ আয়োজন। লেখার শিরোনামের জন্য একটি ইলাস্ট্রেসন, ব্যানার বা থিম দেওয়া থাকবে তা চিহ্নিত করে অথবা কেবল একটি রং নির্বাচন করেও লেখা প্রকাশ করতে পারবেন অনায়াসেই। মনে রাখবেন, লেখা প্রকাশের এসব পদ্ধতি আপনার লেখাকে সমৃদ্ধ করে তুলতে সহায়ক হবে।
  •   আপনার লেখার সাথে মিল রেখে প্রয়োজনীয় থিম ইংরেজিতে লিখে খুঁজতে পারেন অথবা যতোগুলো থিম আমাদের আপলোড আছে ঝুরিতে ( ) ক্লিক করেও খুঁজতে পারেন। যদি সেই থিম খুঁজে না পান তবে আপনার পছন্দের থিম নিজেও তৈরী করে নিতে পারেন। সেক্ষেত্রে প্রথমে থিম তৈরীতে ক্লিক করে নির্দিষ্ট মাপে (800x400px) থিম তৈরী করে আপলোড করে তা সেভ করতে হবে। পরে নতুন লিখুন-এ ক্লিক করে আপনার তৈরী থিমসহ লেখা প্রকাশ করতে পারেন।
  •   আপনার তৈরী থিম সব সময়ই আপনার প্রফাইলেই থাকবে। তা অন্য কেউ ব্যবহার করতে পারবেন না। যদি তা সার্বজনীন বা সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করতে চান সেক্ষেত্রে মডারেটকে জানাতে হবে বা ssbk.xyz@gmail.com এখানে পাঠাতে হবে। মডারেট সেটি আপলোড করে সবার জন্য উন্মুক্ত করে দিবেন।
  •   আপনার লেখার শিরোনাম বা টাইটেল যে কোনো রঙ নির্বাচন করে দিতে পারেন। সেক্ষেত্রে টাইটেল কালার-এ ক্লিক করলেই একটি Swatches রঙের বার বা প্যানেল আসবে সেখান থেকে পছন্দের রঙ নির্বাচন করে শিরোনাম বা টাইটেল এর রঙ নির্বাচন করে লেখা প্রকাশ করতে পারেন।
লেখক খুঁজুন
লেখা খুঁজুন
আজকে যাদের জন্মদিন
Loading...
লেখার ক্যাটাগরি

সাধারণত শিশু সাহিত্য বিষয়ক সব বিষয়ের উপড়ই আমরা লেখা আহ্বান বা প্রকাশ করে থাকি। শিশু সাহিত্য বহির্ভূত কোন প্রকার লেখাই এখানে প্রকাশ করা হয় না। নিম্নোক্ত বিভাগগুলির শিশু সাহিত্য লেখার জন্য সকলকে অনুরোধ করা হলো।

Loading...
মনোনিত জনপ্রিয় লেখক
নতুন মেম্বার
Loading...

শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রে নীতিমালা মেনেই লেখা প্রকাশ করতে হবে। এখানে নীতিমালা বহির্ভূত কোন লেখাই প্রকাশ করা যাবে না। যদি কেউ প্রকাশ করেন তার দায় শুধুমাত্র লেখকের উপরই বর্তাবে। তার জন্য শিশুসাহিত্য বিকাশ কেন্দ্রের কর্তৃপক্ষ বা এর সাথে সম্পৃক্ত কারোর উপরই তার দায় বর্তাবে না। লেখা প্রকাশের পূর্বে অবশ্যই আমাদের নীতিমালার বিষয়ে অবগত হউন।