নাম | মোঃ হেদায়েতুল ইসলাম |
লিঙ্গ: | পুরুষ |
পেশা: | |
ওয়েবসাইট: | |
মাতৃভূমী: | বাংলাদেশ |
সত্য আর ধৈর্য আমার শক্তি,
মানুষকে মন্দ কাজে দেই না কোন যুক্তি।
মন্দ মানুষের বিরুদ্ধে আমৃত্যু লড়ি,
সঠিক সময়ে সঠিক কাজটি আমি করি।
মানুষের দুঃখে আমি কাঁদতে চাই,
মানুষের বিপদে আমি ছুটে যাই।
শিক্ষার আলো আমি চারিদিকে ছড়িয়ে...
স্বপ্ন দেখো বলতে শেখো আমি একদিন পারব,
স্বপ্ন দেখো বলতে শেখো অবশ্যই চেষ্টা করে ছাড়বো।
স্বপ্ন দেখো ধৈর্য নিয়ে যাও এগিয়ে যাও,
স্বপ্ন দেখো সাহস রেখো কিসের এত ভয় পাও।
স্বপ্ন দেখো শ্রম দিবে কভু করবে না হেলা,
স্বপ্ন দেখো সত...
খোকামোঃ হেদায়েতুল ইসলাম আম আনার খেতে খোকার নেইতো কোন জুড়ি,রঙেঢঙে খোকা উড়ায় নানান রঙের ঘুড়ি।খিলখিলিয়ে হেসে ওঠে খোকা পেলে সুড়সুড়ি, সময় বুঝে কাজ করে সে দেখে দেখে ঘড়ি।কথায় কাজে দেয় না কভু মোদের খোকা ফাঁকি,আদুরে মোদের ছোট্ট সোনা মোরা...
ছোট্ট সোনা
মোঃ হেদায়েতুল ইসলাম
ছোট্ট সোনা ঘুম থেকে সে সকাল সকাল উঠে,
মায়াভরা মুখটিতে তার সুখের হাসি ফোটে।
সকাল সকাল পড়তে বসে করেনা তো হেলা,
হাসি আনন্দের মাঝে কাটে ছোট্ট সোনার বেলা।
সবজি আর ফল খেতে তার নেইতো কোন জুড়ি,...
সাধারণত শিশু সাহিত্য বিষয়ক সব বিষয়ের উপড়ই আমরা লেখা আহ্বান বা প্রকাশ করে থাকি। শিশু সাহিত্য বহির্ভূত কোন প্রকার লেখাই এখানে প্রকাশ করা হয় না। নিম্নোক্ত বিভাগগুলির শিশু সাহিত্য লেখার জন্য সকলকে অনুরোধ করা হলো।
শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রে নীতিমালা মেনেই লেখা প্রকাশ করতে হবে। এখানে নীতিমালা বহির্ভূত কোন লেখাই প্রকাশ করা যাবে না। যদি কেউ প্রকাশ করেন তার দায় শুধুমাত্র লেখকের উপরই বর্তাবে। তার জন্য শিশুসাহিত্য বিকাশ কেন্দ্রের কর্তৃপক্ষ বা এর সাথে সম্পৃক্ত কারোর উপরই তার দায় বর্তাবে না। লেখা প্রকাশের পূর্বে অবশ্যই আমাদের নীতিমালার বিষয়ে অবগত হউন।