Loader
  • আজ শনিবার ৫ই মাঘ ১৪৩১ |
  • ১৮ই জানুয়ারী ২০২৫

এক নজরে শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র

খ্যাতিমানদের লেখা .. টি মোট নিবন্ধিত সদস্য .. জন
মোট প্রকাশিত লেখা .. টি লেখা প্রকাশ করেছেন .. জন
মোট মন্তব্য প্রকাশিত .. টি বিদেশী লেখা প্রকাশিত .. টি   
প্রোফাইল

Profile
নাম মোঃ হেদায়েতুল ইসলাম
লিঙ্গ: পুরুষ
পেশা:
ওয়েবসাইট:
মাতৃভূমী: বাংলাদেশ
বর্তমান নিবাস:
স্থায়ী নিবাস: সিরাজগঞ্জ
সংক্ষিপ্ত জীবনি:
কবি পরিচিতি:
 
কিংবদন্তী কবি মোঃ হেদায়েতুল ইসলাম। তিনি উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র সিরাজগঞ্জের মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময় চীন সরকারের বৃত্তি নিয়ে উচ্চ শিক্ষার লক্ষ্যে চীনের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের সুযোগ লাভ করেন। ভ্রমণ করতে, বই পড়তে এবং লেখালেখি করতে অনেক ভালোবাসেন । কবিতা লেখা গান, গল্প, কবিতা, ভ্রমণ কাহিনী, নাটক ইতিমধ্যে দেশ ও আন্তর্জাতিক মহলে যথেষ্ট সুনাম অর্জন করেছেন । মোঃ হেদায়েতুল ইসলাম একজন সফল কবি, শিক্ষক,লেখক, সাংবাদিক ও সংগঠক। পৃথিবী বিখ্যাত আমেরিকার প্রোডিগই একাডেমী থেকে তাকে সম্মানসূচক ডক্টরের ডিগ্রী প্রদান করা হয়েছে । হাইপার পোয়েম লিখে তিনি বিশ্ব রেকর্ড গড়েন। লেখালেখির পাশাপাশি দেশ ও আন্তর্জাতিক মহলের খেলাধুলায় যথেষ্ট কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। এ ছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বেচ্ছাসেবী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন । মানবতার কল্যাণে বহু কাজ করছেন এবং আজীবন কাজ করতে চান।তিনি সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছেন।কবি মোঃ হেদায়েতুল ইসলাম এর স্থায়ী নিবাস সিরাজগঞ্জ জেলায়। তিনি ছোটবেলা থেকেই লেখালেখি করতে ভালোবাসেন। তার লেখা ইতিমধ্যে পৃথিবীর অনেকগুলো দেশে অনেকগুলো ভাষায় অনেক জনপ্রিয়তা পেয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন কালীন সময়ে চীন সরকারের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে সম্মানজনক বৃত্তি সহ অধ্যায়নের সুযোগ পান। দেশ-বিদেশে বহু মানবিক সংগঠনের তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন মানব সেবার মত মহৎ কাজ করে। কবি মোঃ হেদায়েতুল ইসলাম তিনি আজীবন মানবিক কাজ করে যেতে চান। লেখালেখির জন্য ইতিমধ্যে তিনি দেশি ও আন্তর্জাতিক অ্যাওয়ার্ড লাভ করেছেন। আগামীতে কবি মোঃ হেদায়েতুল ইসলাম বাংলা সাহিত্যকে তুলে ধরতে চান বিশ্বের বুকে অত্যন্ত সুনিপুণভাবে। বাংলা সাহিত্যে বিস্ময়কর ইতিহাস সৃষ্টি করতে চান "তেজী কবি" খ্যাত এই কবি।
সাম্প্রতিক লেখা:

সত্য আর ধৈর্য আমার শক্তি,
মানুষকে মন্দ কাজে দেই না কোন যুক্তি।
মন্দ মানুষের বিরুদ্ধে আমৃত্যু লড়ি,
সঠিক সময়ে সঠিক কাজটি আমি করি।
মানুষের দুঃখে আমি কাঁদতে চাই,
মানুষের বিপদে আমি ছুটে যাই।
শিক্ষার আলো আমি চারিদিকে ছড়িয়ে...

অঙ্কন: তাসনিম নাহার নোলক

স্বপ্ন দেখো বলতে শেখো আমি একদিন পারব,
স্বপ্ন দেখো বলতে শেখো অবশ্যই চেষ্টা করে ছাড়বো।
স্বপ্ন দেখো ধৈর্য নিয়ে যাও এগিয়ে যাও,
স্বপ্ন দেখো সাহস রেখো কিসের এত ভয় পাও।
স্বপ্ন দেখো শ্রম দিবে কভু করবে না হেলা,
স্বপ্ন দেখো সত...

অঙ্কন: গোবিন্দ প্রসাদ দেবনাথ

খোকামোঃ হেদায়েতুল ইসলাম আম আনার খেতে খোকার নেইতো কোন জুড়ি,রঙেঢঙে খোকা উড়ায় নানান রঙের ঘুড়ি।খিলখিলিয়ে হেসে ওঠে খোকা পেলে সুড়সুড়ি, সময় বুঝে কাজ করে সে দেখে দেখে ঘড়ি।কথায় কাজে দেয় না কভু মোদের খোকা ফাঁকি,আদুরে মোদের ছোট্ট সোনা মোরা...

অঙ্কন: গোবিন্দ প্রসাদ দেবনাথ

ছোট্ট সোনা
মোঃ হেদায়েতুল ইসলাম
ছোট্ট সোনা ঘুম থেকে সে সকাল সকাল উঠে,
মায়াভরা মুখটিতে তার সুখের হাসি ফোটে।
সকাল সকাল পড়তে বসে করেনা তো হেলা,
হাসি আনন্দের মাঝে কাটে ছোট্ট সোনার বেলা।
সবজি আর ফল খেতে তার নেইতো কোন জুড়ি,...

লেখক খুঁজুন
লেখা খুঁজুন
আজকে যাদের জন্মদিন
Loading...
লেখার ক্যাটাগরি

সাধারণত শিশু সাহিত্য বিষয়ক সব বিষয়ের উপড়ই আমরা লেখা আহ্বান বা প্রকাশ করে থাকি। শিশু সাহিত্য বহির্ভূত কোন প্রকার লেখাই এখানে প্রকাশ করা হয় না। নিম্নোক্ত বিভাগগুলির শিশু সাহিত্য লেখার জন্য সকলকে অনুরোধ করা হলো।

Loading...
মনোনিত জনপ্রিয় লেখক
নতুন মেম্বার
Loading...

শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রে নীতিমালা মেনেই লেখা প্রকাশ করতে হবে। এখানে নীতিমালা বহির্ভূত কোন লেখাই প্রকাশ করা যাবে না। যদি কেউ প্রকাশ করেন তার দায় শুধুমাত্র লেখকের উপরই বর্তাবে। তার জন্য শিশুসাহিত্য বিকাশ কেন্দ্রের কর্তৃপক্ষ বা এর সাথে সম্পৃক্ত কারোর উপরই তার দায় বর্তাবে না। লেখা প্রকাশের পূর্বে অবশ্যই আমাদের নীতিমালার বিষয়ে অবগত হউন।