Loader
  • আজ মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ |
  • ৩রা ডিসেম্বর ২০২৪

এক নজরে শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র

খ্যাতিমানদের লেখা .. টি মোট নিবন্ধিত সদস্য .. জন
মোট প্রকাশিত লেখা .. টি লেখা প্রকাশ করেছেন .. জন
মোট মন্তব্য প্রকাশিত .. টি বিদেশী লেখা প্রকাশিত .. টি   
আমাদের সম্পর্কে

শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র কী ও কেনো?

শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র একটি সার্বজনীন শিশু সাহিত্যবিষয়ক সব রকম মাধ্যমের প্রকাশনা, গবেষণা ও সংরক্ষণ কেন্দ্র। যার প্রকৃত উদ্দেশ্য শিশু সাহিত্য জগতের মানবিক, সামাজিক প্রচার ও প্রসারণ করে শিল্প-সংস্কৃতির ধারাকে বেগবান ও চলমান রাখা।
মূলত শিশু সাহিত্য প্রেমী পাঠক, লেখকদের কথা মাথায় রেখে এই ওয়েবসাইটের পথচলা শুরু হয়েছে। যেখানে সাজানো হয়েছে শিশু লেখকসহ বিভিন্ন লেখকদের লেখা দিয়ে। যাতে একজন লেখক অনায়াসেই স্বরচিত লেখাকে প্রকাশ করে শিশু সাহিত্যের নবধারার চর্চাসহ গড়ে তুলতে পারে বিশাল সংগ্রহশালা। পরিচিত হতে পারে দেশ-বিদেশের অজানা মানুষের সঙ্গে। ভ্রমণ বা জমায়েত না করে স্বল্প সময়ে বৃহৎ পরিসরে এমন মাধ্যম ছাড়া যা কোনোকালেই সম্ভব ছিলো না।

আমাদের রয়েছে ভিন্ন রকমের একটি আহ্বান। বিশেষভাবে এখানে শিশু লেখকদের প্রাধান্য দেওয়া হয়। তাদের উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সাহিত্যবিষয়ক ইভেন্ট আয়োজন করা হবে, যা তাদের সৃজনশীলতাকে জাগ্রত করতে সহায়ক হবে। একজন শিশু বেড়ে উঠার সাথে সাথে সাহিত্য রচনায় নিজেকে নিবেদিত নাও করতে পারে, তবে এ রকম প্ল্যাটফর্মে যুক্ত হলে শিল্প-সংস্কৃতির একটি ধারা তার মেধা ও মননে ধারণ করে সমাজে বিশেষ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রের মূল উদ্দেশ্যই হলো বিশ্ব শিশু সাহিত্য ভাণ্ডারকে সমৃদ্ধ করা ও সহজলভ্য করে সবার কাছে ছড়িয়ে দেওয়া। আজকাল কাগজের মুদ্রণে প্রকাশিত বই প্রকাশনার পাশাপাশি অনলাইনেরও রয়েছে অবাধ বিচরণ।

প্রায় সব শিশুই বাবা-মায়ের সাহচর্যে নিজেদের গড়ে তুলছে শিল্প-সংস্কৃতির নতুন নতুন ধারায়। কখনও বা নিজ প্রচেষ্টায় তারা এগিয়ে যায় সাবলীলভাবে। সাহিত্য চর্চায়ও তারা মেধা ও মননের নতুন নতুন ভূমিকা রাখছে, যা দেখে আমরা প্রায়ই বিস্মিত হেই। অনলাইনে বড়দের রয়েছে নানাবিধ সাহিত্য চর্চা বা বিকাশের প্লাটফর্ম। সে ক্ষেত্রে শিশুদের জন্য তেমন আয়োজন দেখছি না বা থাকলেও আমরা মনে করি আমাদের শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র তার মূল ধারায় থেকে শিশুদের জন্য খুলে দেবে নতুন দিগন্তের দ্বার। আশা করি, নিষ্ঠার সঙ্গে আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র শিশুতোষ মননশীলতার একটি ধারা মাত্র। ব্যাপকতর শিশুতোষ সকল ধারাকে হয়তো আমরা একত্রিত করতে পারবো না। তবে আমরা মনে করি, শিশু সাহিত্য সকল ধারার একটি সর্বজনীন গ্রহণযোগ্য সেরা প্রচলিত ধারা। তাই আমরা একে বেছে নিয়ে শিশুদের উপযোগী সহজ চর্চা কেন্দ্রের মাধ্যমে একটি সাহিত্যপ্রেমি প্লাটফর্ম গড়ে তুলতে চেষ্টা চালাচ্ছি। যেখানে একটি শিশু সহজেই তার মনের নানাবিধ কথাকে তুলে ধরবে। আমরা মনে করি, শিশুদের শিশুতোষ কথাই শিশু সাহিত্য।

আমাদের রয়েছে আরো একটি সুনির্দিষ্ট প্রচেষ্টা। অবাধ এই তথ্যপ্রযুক্তির সহজলভ্য ব্যবহারে শিশুরাও এর নানাবিধ বিষয়বস্তুর অংশীদার। অনেকসময় কোনো কোনো শিশু মেধা, জ্ঞান, বুদ্ধি ও মননের বিকাশ থেকে সরে গিয়ে অনলাইন গেমসসহ বিভিন্ন কুঅভ্যাসে ঝুঁকে পড়ে। ফলে হারিয়ে যায় তাদের মধ্য থেকে শিশুতোষ সত্তা।

ইন্টারনেটের আগের যুগে শিশুরা বিভিন্ন খেলাধুলা, শিল্প-সংস্কৃতি চর্চায় অংশগ্রহণ করতো, যা তাদেরকে অনায়াসেই মৌলিক শিক্ষা গ্রহণের পাশাপাশি মেধার বহুবিধ বিকাশের সহায়ক হতো। আজকাল সেসব আয়োজনের অপ্রতুলতায় তারা ইন্টারনেটের চটকদার শিশুতোষ অনুপোযোগী বিষয়ে সহজেই আসক্ত হয়ে পড়ছে। কর্মচাঞ্চল্যময় এই পৃথিবীতে বাবা-মায়েরাও অনেক সময় শিশুদের যত্ন নিতে অপরাগ হচ্ছেন।

ক্রমান্বয়ে পৃথিবীতে বসবাস মানুষের জন্য একটি চ্যালেঞ্চ ও অনেক উপকরণ বা ডিভাইসের সঙ্গে নিজেদেরকে অভ্যস্ত করতে হচ্ছে। আমরা কি এই আধুনিক ডিভাইজের বাইরে পৃথিবীকে কল্পনা করতে পারি? না! কেননা, এই প্রয়োজনীয় ডিভাইসগুলোই বাবা-মায়ের সার্বক্ষণিক সঙ্গী। শিশুরা অনুকরণশীল; আমরা কোনোভাবেই তাদের এ থেকে দূরে সরাতে পারবো না। এইসব ডিভাইস ব্যবহারের ফলে অনেকাংশ শিশুর আচরণে যখন মা-বাবারা বিরূপ পরিবর্তন লক্ষ করে তখন তারা বা অভিভাবকগণ শাসনের মাত্রা বাড়িয়ে দিয়ে এর সমাধানের পথ খোঁজেন। অনেক ক্ষেত্রেই তারা তখন আরো বিগড়ে যায়। আমরা এর মূলে না গিয়ে ভাবি তাদেরকে এসব ডিভাইস থেকে সরাতে হবে। তা কি সম্ভব! আমরা প্রায়ই লক্ষ করি, এসব ডিভাইস থেকে শিশুদের সরিয়ে নিলে বা বাধাগ্রস্ত করলে সেখানেও তৈরী হয় বিভিন্ন প্রতিবন্ধকতা। আমরা শিশুদের মননের গভীরে গিয়ে হয়তো ততটা চিন্তা করি না যে, এর উত্তরণের উপায় কী।

শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র মনে করে ইন্টারনেটে খারাপ বিষয়ের পাশাপাশি রয়েছে শিশুতোষের অনেক সুন্দর সুন্দর বিভাগ। আমরা তাদেরকে কাউন্সিলিং করে এসব শিশুতোষ বিষয়ে অবগত করে এর ব্যবহারে অভ্যস্ত করে শিশুদের পথ দেখাতে পারি। শারীরিক ও মানসিক বিকাশের জন্য রয়েছে বিভিন্ন আয়োজন। প্রতিদিন রুটিন করে শরীর চর্চা করাতে পারি। কেননা এমন অনেক ট্রেনারই অনলাইনে পশরা সাজিয়ে বসেছেন। তাছাড়া এসব ডিভাইস পরিক্রিয়ায় আমরা সহজেই শিশুদেরকে সৃজনশীল শিল্প-সংস্কৃতি চর্চায় অভ্যস্ত করাতে পারি। সেক্ষেত্রে আমরা যদি দায়িত্ব নিয়ে সচেতন হয়ে তাদেরকে শিশুতোষ সব বিষয়ে উদ্বুদ্ধ করে পথ দেখিয়ে দেই, আমাদের দৃঢ় বিশ্বাস তাহলে তারা সুন্দর জীবনযাপনে অভ্যস্ত হয়ে নিজেরাই খুঁজে নেবে তাদের উত্তরণের পথ।

শিশুদের লেখার পাশাপাশি আমরা আয়োজন রেখেছি বড়দের লেখারও। তারাও এখানে তাদের শিশুতোষ সাহিত্য ভাণ্ডারকে সমৃদ্ধ করে প্রচার করতে পারবেন। পাশাপাশি একজন শিশু সাহিত্যের পথ প্রদর্শক হয়ে শিশু লেখকদেরও সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করতে পারবেন। শিশুরাও তাদের সহযোগিতায় নিজেদেরকে আরো সমৃদ্ধ করতে পারবেন। আবার কখনো কখনো শিশুলেখকদের শিশুতোষ রচনায় প্রকৃত শিশু সাহিত্য চর্চার নতুন দিকও উন্মোচিত হতে পারে। কারণ আমরা সৃজনশীল চর্চায় জ্ঞানের পরিমাপ করতে সক্ষম নই। বিষয়টিকে আমরা ছাত্র-শিক্ষকের মিলনমেলাও বলতে পারি।

শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রের এই প্রচেষ্টা তৈরী করে দিতে পারে শিশু-বড়দের একটি পছন্দনীয় প্লাটফর্ম। যা কিছুটা হলেও অনলাইনের কুফলকে এড়িয়ে সাফল্য এনে দিতে পারে। অন্যদিকে, যারা শিশু সাহিত্য পড়তে ভালোবাসেন অথচ সময়ের অভাবে বই নিয়ে পড়া অসম্ভব হয়ে ওঠে তারাও সহজেই যদি স্মার্টফোনের মাধ্যমে হাতের মুঠোয় পেয়ে যান পছন্দের জনপ্রিয় লেখাগুলো তবে তো বেশ হয়। সময়ও বাঁচে, লেখা ও পড়া হয়ে যায়, এরও একটি কারণ রয়েছে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে।

আসুন, আমরা সবাই শিশু সাহিত্যের নানাবিধ বিষয় পাঠের মাধ্যমে বিশ্বের শিশু সাহিত্যিকদের লেখাগুলো সর্বত্র ছড়িয়ে দেই। সবার সঙ্গে সবার পরিচয় ঘটুক, হোক জানাশোনা। পরিশেষে বলবো, শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রের প্রচার ও প্রসারণের মাধ্যমে শিশু সাহিত্যের হোক বিশ্ব জয়।


-দেলোয়ার হোসেন
প্রতিষ্ঠাতা সভাপতি
লেখক খুঁজুন
লেখা খুঁজুন
আজকে যাদের জন্মদিন
Loading...
লেখার ক্যাটাগরি

সাধারণত শিশু সাহিত্য বিষয়ক সব বিষয়ের উপড়ই আমরা লেখা আহ্বান বা প্রকাশ করে থাকি। শিশু সাহিত্য বহির্ভূত কোন প্রকার লেখাই এখানে প্রকাশ করা হয় না। নিম্নোক্ত বিভাগগুলির শিশু সাহিত্য লেখার জন্য সকলকে অনুরোধ করা হলো।

Loading...
মনোনিত জনপ্রিয় লেখক
নতুন মেম্বার
Loading...

শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রে নীতিমালা মেনেই লেখা প্রকাশ করতে হবে। এখানে নীতিমালা বহির্ভূত কোন লেখাই প্রকাশ করা যাবে না। যদি কেউ প্রকাশ করেন তার দায় শুধুমাত্র লেখকের উপরই বর্তাবে। তার জন্য শিশুসাহিত্য বিকাশ কেন্দ্রের কর্তৃপক্ষ বা এর সাথে সম্পৃক্ত কারোর উপরই তার দায় বর্তাবে না। লেখা প্রকাশের পূর্বে অবশ্যই আমাদের নীতিমালার বিষয়ে অবগত হউন।