Loader
  • আজ শনিবার ৫ই মাঘ ১৪৩১ |
  • ১৮ই জানুয়ারী ২০২৫

এক নজরে শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র

খ্যাতিমানদের লেখা .. টি মোট নিবন্ধিত সদস্য .. জন
মোট প্রকাশিত লেখা .. টি লেখা প্রকাশ করেছেন .. জন
মোট মন্তব্য প্রকাশিত .. টি বিদেশী লেখা প্রকাশিত .. টি   
কপিরাইট নীতিমালা এবং অভিযোগ

স্বত্বমূল্য বা রয়্যালিটি অভিযোগ
  •   শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রে কোনো লেখা প্রকাশের জন্য কোনো স্বত্বমূল্য বা রয়্যালিটি প্রদান করা হয় না।
  •   যদি কেউ এমন দাবি তোলে বা এ নিয়ে কোনো আইনি প্রক্রিয়ার মাধ্যমে জটিলতা তৈরী করে তাহলে তার আইডি ব্যানসহ, তার প্রচারিত সব লেখা ও সকল তথ্য সম্পূর্ণরূপে মুছে ফেলা হবে। এবং রেজিস্ট্রেশনের জন্য ব্যবহৃত মুছে ফেলা কোনো তথ্যই পুনরায় গ্রহণ করা হবে না। যদি ইতঃপূর্বে তার কোনো লেখা, বিজ্ঞাপন বা প্রচারের জন্য কোনো কিছু শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র ব্যবহার করে থাকে, সে ব্যাপারে শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র কোনো প্রকার কোনো ব্যবস্থা গ্রহণ না করলে সেক্ষেত্রেও লেখক বা সংশ্লিষ্ট কেউ এর ব্যাপারে শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে না।
  •   সকল সদস্যবৃন্দ শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রের কোনো অর্থ বা সম্পদের মালিকানা দাবি বা কোনো লেনদেনের সাথে যুক্ত হতে পারবে না। তবে শর্তহীনভাবে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অনুদান দেয়, সেক্ষেত্রে শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র তা সানন্দে গ্রহণ করবে।
  •   শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র যদি কোনো লেখা বা কোনো লেখকের লেখা নিয়ে কাগজের মুদ্রণে বই আকারে বাণিজ্যিক উদ্দেশ্যে প্রকাশনা করে, সে ক্ষেত্রে লেখকের সাথে শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র একটি চুক্তিনামায় চুক্তি সম্পাদন করবে এবং সেই চুক্তিনামা উভয়েই মেনে সম্মতিসূচক স্বাক্ষরের মাধ্যমে সকল প্রক্রিয়া শেষ করবে। এ ক্ষেত্রে লেখা বা বই মুদ্রণ বা প্রকাশের পর ঐ চুক্তির বাইরে আর কোনো ওজর-আপত্তি গ্রহণযোগ্য হবে না।
  •   শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রের স্বার্থে বা সাময়িক প্রয়োজনে খণ্ডকালীন, সম্পূর্ণরূপে বা সবসময়ের জন্য কোনো লেখককে প্রচার বা কোনো লেখা প্রকাশ করে তার জন্য কোনো প্রকার স্বত্বমূল্য বা রয়্যালিটি দেওয়া হবে না।
  •   কোনো স্মারক গ্রন্থে প্রকাশিত কোনো লেখা, বিজ্ঞাপন বা প্রচারের জন্য কোনো প্রকার স্বত্বমূল্য বা রয়্যালিটি দেওয়া হবে না।
  •   শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রের কোনো সদস্য শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রের যেকোনো লেখা, সামাজ্যিক মাধ্যম, ইউটিউব স্বত্ব, ভিডিও প্রদর্শন, বিজ্ঞাপন, অনুষ্ঠান, অনুদান বা ইভেন্ট থেকে প্রাপ্ত অর্থ বা যেকোনো মাধ্যমে অর্জিত অর্থ-সম্পদ বা সম্পদের মালিকানা স্বত্ব দাবি করতে পারবে না। এসব অর্থ বা সম্পদ সম্পূর্ণ শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রের নিজস্ব বলে বিবেচিত হবে।
  •   শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রের যেকোনো অনুষ্ঠান, কার্যক্রম বা চলমান ইভেন্টের সর্বস্বত্ব শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রের নিজস্ব থাকবে। এসব ক্ষেত্রে কোনো সদস্য, ব্যক্তি, ব্যক্তিবর্গ বা কোনো প্রতিষ্ঠান এর সর্বস্বত্ব বা আংশিক স্বত্ব দাবি করতে পারবে না।
  •   শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র কর্তৃক প্রকাশিত লেখকের বই বিক্রির ভিত্তিতে শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র প্রদত্ত পারিশ্রমিকের হার বা পরিমাণ চূড়ান্ত বলে বিবেচিত হবে।
  • ব্যাক্তিগত কারণে শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রকে ব্যবহার করে কেউ কখনোই কোনো প্রকার আর্থিক লেনদেনের কোনো বিজ্ঞাপন প্রচার করতে পারবে না। কেউ যদি এমন করে তবে তার বিরুদ্ধে প্রচলিত ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কপিরাইট ভঙ্গের অভিযোগ
  •   আপনি যদি মনে করে থাকেন যে, www.shishu-sahitya.com ওয়েবসাইটে প্রদর্শিত কোনো লেখা, অথবা অন্য যেকোনো তথ্য আপনার কপিরাইট অধিকার ভঙ্গ করেছে, তাহলে নিচের ফরমটি পূরণ করে এ ব্যাপারে আমাদের বিস্তারিত জানান। আপনার অভিযোগ পাওয়ার পর যত দ্রুত সম্ভব তা যাচাই করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

যোগাযোগ
  •   কপিরাইট অভিযোগ জানাতে ইমেইল করুন ssbk.xyz@gmail.com
লেখক খুঁজুন
লেখা খুঁজুন
আজকে যাদের জন্মদিন
Loading...
লেখার ক্যাটাগরি

সাধারণত শিশু সাহিত্য বিষয়ক সব বিষয়ের উপড়ই আমরা লেখা আহ্বান বা প্রকাশ করে থাকি। শিশু সাহিত্য বহির্ভূত কোন প্রকার লেখাই এখানে প্রকাশ করা হয় না। নিম্নোক্ত বিভাগগুলির শিশু সাহিত্য লেখার জন্য সকলকে অনুরোধ করা হলো।

Loading...
মনোনিত জনপ্রিয় লেখক
নতুন মেম্বার
Loading...

শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রে নীতিমালা মেনেই লেখা প্রকাশ করতে হবে। এখানে নীতিমালা বহির্ভূত কোন লেখাই প্রকাশ করা যাবে না। যদি কেউ প্রকাশ করেন তার দায় শুধুমাত্র লেখকের উপরই বর্তাবে। তার জন্য শিশুসাহিত্য বিকাশ কেন্দ্রের কর্তৃপক্ষ বা এর সাথে সম্পৃক্ত কারোর উপরই তার দায় বর্তাবে না। লেখা প্রকাশের পূর্বে অবশ্যই আমাদের নীতিমালার বিষয়ে অবগত হউন।