Loader
  • আজ শনিবার ৫ই মাঘ ১৪৩১ |
  • ১৮ই জানুয়ারী ২০২৫

এক নজরে শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র

খ্যাতিমানদের লেখা .. টি মোট নিবন্ধিত সদস্য .. জন
মোট প্রকাশিত লেখা .. টি লেখা প্রকাশ করেছেন .. জন
মোট মন্তব্য প্রকাশিত .. টি বিদেশী লেখা প্রকাশিত .. টি   
শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রের নীতিমালা

প্রিয় লেখক, পাঠকবৃন্দ ও শুভানুধ্যায়ীগণ, শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রের নিয়মনীতি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানা অবশ্যই প্রয়োজন। এই প্ল্যাটফর্ম কী ধরনের লেখা পোস্ট করা হয় এবং এর থেকে আপনারা কী কী সুবিধা পাবেন, নিয়মনীতি বা নীতিমালা এই বিষয়ে আপনাদের পুরোপুরি সহায়ক হবে বলে আমরা আশা করছি। যদি আপনারা www.shishu-sahitya.com ওয়েবসাইট ব্যবহার অথবা এখানে সক্রিয় থাকতে চান, শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রের নীতিমালা আপনাদের সকলকে অবশ্যই মেনে চলতে হবে। যদি কেউ এই নীতির অপব্যবহার করেন তবে তাকে, বহিষ্কার অথবা ব্লক করার পূর্ণ স্বাধীনতা শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রের রয়েছে।


ক) সবক্ষেত্রে প্রযোজ্য
  •   লেখা, আলোচনা ও মন্তব্যসহ যেকোনো লেখাই মার্জিত হতে হবে।
  •   নীতিমালা মেনে যেকোনো গঠনমূলক লেখা সহনশীল অবস্থানে রেখে সকল লেখকই তাঁর লেখা প্রকাশে পূর্ণ স্বাধীনতা রাখে।
  •   দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ কিংবা অন্যান্য জাতীয় চেতনার পরিপন্থী কোনো বক্তব্য রাখা যাবে না।
  •   কোনো রকম সাম্প্রদায়িকতা, ব্যক্তিগত আক্রমণ কিংবা কোনো প্রচলিত রাষ্ট্রের বিরুদ্ধে অথবা কোনো জাতি-ধর্ম-বর্ণের বিপক্ষে উস্কানিমূলক বক্তব্য প্রকাশ করা যাবে না।
  •   গালাগালি কিংবা অশালীন শব্দের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ।
  •   যেকোনো ধর্মীয় কিংবা সামাজিক ও রাজনৈতিক মূল্যবোধে আঘাত হেনে কিছু বলা যাবে না। তবে এই নিয়মে ধর্মীয় বিষয়ে গঠনমূলক যেকোনো লেখা, আলোচনা ও সমালোচনা প্রকাশে বাধাগ্রস্থ করা হয়নি।
  •   লেখার মাধ্যমে কিংবা সংবেদনশীল যেকোনো বিষয়ে বক্তব্য উপস্থাপনে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে, যেন তা কোনোরকমই বিতর্কের উদ্রেক না করে।
  •   নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের পক্ষে প্রচারণা অথবা বিপক্ষে সমালোচনা করা যাবে না।
  •   দেশবিরোধী, সমাজবিরোধী, সরাসরি ব্যক্তি বিশেষ বা যে কাউকে আঘাত করে, হিংসা-বিদ্বেষ বা সামাজিক প্রপাগান্ডা ছড়িয়ে কোনো প্রকার সহিংসতা তৈরী হয় এমন কোনো লেখা প্রকাশ করা যাবে না।
  • কপিরাইট আইন মেনে চলতে হবে। লেখা কোনোভাবেই অন্য কারো লেখার পুরোপুরি কিংবা আংশিক কপি হওয়া চলবে না। লেখার মূল বক্তব্য অবশ্যই লেখকের নিজস্ব হতে হবে।
  • পর্ণোগ্রাফি কিংবা যৌনবিষয়ক যেকোনো লেখা এখানে পুরোপুরি নিষিদ্ধ।
  • পুরোপুরি বিজ্ঞাপনমূলক কোনো লেখা প্রকাশ করা যাবে না।
  • যেকোনো লেখার কপি নিজের কাছে রেখে তারপর এখানে প্রকাশ করবেন। এখানে প্রকাশিত কবিতা বা লেখা সবসময় সংরক্ষণ করতে পারার কোনো নিশ্চয়তা আমরা দিচ্ছি না। কোনো কারণে ওয়েবসাইট থেকে আপনার কবিতা বা লেখা মুছে গেলে তার দায়ভার কর্তৃপক্ষ বহন করবে না।
  • এমন কোনো বক্তব্য রাখা যাবে না যা অন্যদের ভায়োলেন্স, টেরোরিজম কিংবা যেকোনো জাতীয় বা আন্তর্জাতিক আইন ভঙ্গ করায় উদ্বুদ্ধ করে।
  • এখানে কোনো পোস্টে অশালীন মন্তব্য করা জঘন্য অপরাধ। অর্থাৎ কোনো প্রকার বাজে মন্তব্য করা যাবে না। লেখার ধরনের সঙ্গে সঙ্গতি রেখে আপনার মন্তব্য, আলোচনা বা অনুভূতি প্রকাশ করুন।
  • কারও একাধিক লেখায় বা মন্তব্যে যদি নির্দিষ্ট কোনো দেশ-ধর্ম-জাতির বিরুদ্ধে হেইট স্পিচ পাওয়া যায়, তবে তাকে সরাসরি আসর থেকেই ব্যান করে দেয়া হবে।
  • শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রে যদি কিছু অপব্যবহার বা ভুল আপনাদের নজরে পড়ে তবে যোগাযোগ অংশে অবশ্যই জানান। শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র সেই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
  • শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র সম্পর্কে আপনাদের কোনো অভিযোগ থাকলে যোগাযোগ অংশে জানাতে হবে, কিন্তু কোনো পাঠকের সঙ্গে অশালীন ব্যবহার করা যাবে না।

খ) লেখা প্রকাশে প্রযোজ্য
  •   স্বরচিত মৌলিক লেখা শুধুমাত্র লেককের পাতা, শিশু লেখকদের পাতা ও আপনার পাতায় প্রকাশ করতে হবে। অন্য কোনো বিভাগে লেখা প্রকাশ করা হলে দেখামাত্র তা ব্যান করা হবে।
  •   শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রে শিশু উপযোগী শিশু সাহিত্য ছাড়া অন্য যেকোনো রকম লেখা পেলে তা ব্যান করা হবে।
  •   লেখক শুধুমাত্র তার স্বরচিত লেখা প্রকাশ করতে পারবেন। অন্যের লেখা নিজের নামে এখানে প্রকাশ করা হলে প্রমাণসাপেক্ষে সদস্যের পুরো একাউন্ট ব্যান করে দেয়া হবে।
  •   লেখার বিষয়বস্তু নির্বাচনের লেখকের পূর্ণ স্বাধীনতা আছে। তবে যেকোনো বিষয়বস্তুর উপর লেখা এখানে প্রকাশের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে কিছু। এই ওয়েবসাইট সব বয়সের সব পাঠকের জন্য উন্মুক্ত হলেও যেহেতু শিশুরাই এখানে বেশি সম্পৃক্ত থাকবেন তাই লেখা প্রকাশে খুবই সতর্ক হতে হবে। অপ্রাপ্তবয়স্কদের জন্য অনুপযোগী বিষয়বস্তুর উপর লেখা কোন লেখাই এখানে প্রকাশ করা যাবে না।
  •   শিশুদের মনস্তত্বে আঘাত হানে বা লেখার বিষয়বস্তু বা মোটিভ কিংবা যেকোনো প্রকারেই হোক শিশুদের বিপদগামী করে, কষ্ট দেয়, তাদের মাঝে ঘৃণা বা বিদ্বেষ জন্ম দেয় এমন কোনো উদ্দেশ্যমূলক লেখা প্রকাশ করা যাবে না।
  •   লেখায় অশালীন বা আপত্তিজনক কোনো বক্তব্য বা শব্দ থাকলে তা সরাসরি ব্যান করা হবে। কোনো লেখায় স্পষ্ট ভাষায় যৌনক্রিয়া কিংবা যৌনাঙ্গের উল্লেখ থাকলে একে অশ্লীল বলে বিবেচনা করা হবে। (লেখক হিসেবে যে কেউ তার লেখায় প্রয়োজনবোধে যৌনবিষয়ক বক্তব্যের অবতারণা করতে পারেন অবশ্যই, তবে সেটা এই ওয়েবসাইটে প্রকাশ করা যাবে না।)
  •   লেখাটি যদি কোন বইয়ে প্রকাশিত হয়ে থাকে, তবে লেখার যোগ করার বা সম্পাদনার পাতা থেকে লেখার সাথে বইটি যোগ করে দেয়া যায়। তবে যে বইয়ে লেখাটি প্রকাশিত হয়নি, এমন বইয়ের নাম যদি লেখার সাথে যোগ করা হয়, তাহলে লেখাটি ব্যান করে দেয়া হবে।
  •   শিশু সাহিত্য বিষয়ক যেকোনো ভিন্ন ভাষার কোনো লেখার মৌলিক অনুবাদের ক্ষেত্রে অবশ্যই মূল লেখার কোনো বিকৃত রূপ অনুবাদ করা যাবে না। মূল লেখার সাথে সঙ্গতি রেখেই অনুবাদ করতে হবে। তবে সেক্ষেত্রে মূল লেখার নাম, কবির নাম, কোন ভাষা থেকে অনূদিত- এসব তথ্য লেখায় উল্লেখ করতে হবে। সম্ভব হলে লেখার সাথে মূল লেখার কিংবা লেখার লিঙ্কও দেয়া যেতে পারে। তবে লেখার বাইরের অন্যান্য সব তথ্য সংক্ষেপে দিতে হবে, যেন এখানে লেখাটাই মুখ্য হয়, আনুষঙ্গিক আলোচনা না। মূল লেখক পরিচিতি, অথবা মূল লেখার ওপর অন্যান্য তথ্য বা অভিমত দিতে হলে সেটা আলোচনার পাতাতেই কেবল হতে হবে, লেখকদের পাতায় দেয়া চলবে না।

গ) খ্যাতিমান লেখক বিভাগের জন্য প্রযোজ্য
  •   খ্যাতিমান লেখক বিভাগে মূলত দেশি ও বিদেশি খ্যাতিমান লেখকদের শিশু সাহিত্যবিষয়ক লেখা বা রচনা কম্পোজ আকারে সংগ্রহশালায় সংগ্রহ করা থাকবে। এখানে যাদের লেখা সংগ্রহ করা হবে তাঁদের প্রত্যেককেই স্বনামে খ্যাতিমান হতে হবে। এই পাতার লিঙ্ক কোনো পাতার সাথেই থাকবে না। তবে মন্তব্য বা মতামতের অংশ অবশ্যই থাকবে।
  •   খ্যাতিমান লেখক বিভাগে শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রের সাথে সম্পৃক্ত যে কেউই খ্যাতিমান লেখকদের শিশু সাহিত্যবিষয়ক লেখা সংযুক্ত বা কম্পোজ করতে পারবেন। তবে তা কেবল মূল লেখকের নাম, লেখার শিরোনাম ও লেখার কম্পোজ ছাড়া অন্য কিছুই প্রকাশ করা হবে না। সংযুক্তির সময় সংগ্রহদাতা বা কম্পোজকারীর নামের অংশে নিজের নাম লিখতে হবে। যাচাই-বাছাই শেষে প্রকাশের সময় সংগ্রহদাতা বা কম্পোজকারীর নাম রেখেই সংগ্রহশালায় সংগ্রহ করা হবে। এ কাজটি আমরা একজন সদস্যের নৈতিক কাজের অনুদান হিসেবে কৃতজ্ঞতার সঙ্গে সংরক্ষণ করবো। আশা করি, আপনাদের এই অংশগ্রহণ আমাদের শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রকে সমৃদ্ধ করবে।
  •   কেউ যদি ভুল লেখা প্রকাশ করে তবে সে লেখাটি ব্যান করা হবে। এমনকি তথ্য প্রমাণে ভুল প্রমাণিত হলে যে সদস্য তা প্রকাশ করবে, যাচাই-বাছাই শেষে সতর্কবার্তা দেওয়া হবে। যেহেতু এই কাজটিকে আমরা নৈতিক কাজের স্বীকৃতি স্বরূপ আখ্যায়িত করছি তাই লেখা সংগ্রহের ক্ষেত্রে আমরা সবাই সতর্ক ও স্বচ্ছ থাকতে সচেষ্ট হবো। আশা করি, এই সংগ্রহশালার বিশাল ভাণ্ডারে আমাদের শিশুরাসহ অগণিত পাঠকেরা শিশু সাহিত্য জেনে নিজেকে সমৃদ্ধ করতে পারবেন।
  •   খ্যাতিমান লেখক বিভাগে কোনো পাঠকের চোখে কোনো ভুল লেখা বা তথ্যে ভুল অনুমেয় হলে সাথে সাথে অভিযোগের লিঙ্ক অথবা যোগাযোগ পাতা ব্যবহার করে সংগ্রহকারীর প্রফাইলে অভিযোগ দিন ও কর্তৃপক্ষকে দায়িত্বশীলতার প্রেক্ষিতে অবগত করুন, যাতে করে অধিক পঠিত হওয়ার পূর্বেই তা সংশোধন বা মুছে ফেলা যায়।

ঘ) লেখকদের পাতা, শিশু লেখকদের পাতা, আপনার পাতা ও সাম্প্রতিক লেখা বিভাগের জন্য প্রযোজ্য
  •   লেখকদের পাতা ও শিশু লেখকদের পাতা বিভাগ মূলত শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রের মূল পাতা। এখানে সবাই তার মৌলিক স্বরচিত লেখাগুলি প্রকাশ করবে। এই পাতার সাথে আপনার পাতা, আজকের লেখার লিঙ্ক থাকবে। যেখানেই লেখা প্রকাশ করুন না কেন, লেখাটি লেখকদের পাতা, আপনার পাতা ও আজকের লেখা বিভাগে একই সঙ্গে প্রকাশ পাবে।
  •   লেখা প্রকাশ বা যোগ করার সময় সকলেই প্রদেয় সকল তথ্য জেনে-বুঝে পূরণ করে তবেই লেখা প্রকাশ করুন। কারণ আপনার তথ্যটি যাচাই-বাছাই শেষে এটি সংরক্ষণ করা হবে। তাছাড়া কোনো ভুল তথ্যই কারো জন্যই সুখকর নয়।
  •   লেখকদের পাতা ও শিশু লেখকদের পাতায় প্রতিদিনের লেখা সহ এযাবৎ যত লেখা প্রকাশ হয়েছে তার তারিখ, লেখার শিরোনাম ও লেখকের নামের তালিকা থাকবে। শিরোনামে বাটন প্রেস করলে মূল লেখাটি পরিপূর্ণ দেখা যাবে। যেখানে মন্তব্য বা আপনার মতামত যোগ করতে পারবেন। লেখকের নামের উপর প্রেস বাটন করলে লেখকের নিজস্ব পাতায় চলে যাবেন যেখানে ঐ লেখকের প্রকাশিত সকল লেখা দেখতে পারবেন বা তার পাতায় ভ্রমণ করতে পারবেন।
  •   সাম্প্রতিক লেখা বিভাগে শুধু প্রতিদিনের লেখা ১০০টি লেখা ২৪ ঘণ্টা থাকবে। নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলে মূল লেখা লেখকদের পাতা, শিশু লেখকদের পাতায় নিয়মিত থাকবে। লেখা প্রকাশের ২৪ ঘন্টা পর সাম্প্রতিক লেখা বিভাগে তা আর প্রদর্শিত হবে না।
  •   মন্তব্য বা মতামত যেখানেই লিখুন না কেন তা শুধু মন্তব্যের অংশেই প্রকাশ হবে।
  •   মূল এই তিনটি পাতার লিংক খ্যাতিমান লেখক পাতার সাথে থাকবে না।

ঙ) আড্ডা বিভাগের জন্য প্রযোজ্য
  •   আড্ডা বিভাগে যারা অনলাইনে থাকবেন তারা সমষ্টিগত বা দলবদ্ধভাবে অথবা দুইজনে ব্যক্তিগত আড্ডা দিতে পারবেন।
  •   সমষ্টিগত বা দলবদ্ধভাবে আড্ডায় যা লেখা হবে তা সবার জন্য প্রদর্শিত হবে এবং সবাই দেখতে পাবে আর ব্যক্তিগত আড্ডা শুধু দুইজনেই সীমাবদ্ধ থাকবে তা সবার জন্য প্রদর্শিত হবে না।

চ) Foreign Writer Policies
  •   বাংলা ভাষা বহির্ভূত যেকোনো ভাষার লেখকরা মৌলিক বা স্বরচিত লেখা Foreign Writers বিভাগের পাতায় প্রকাশ করবেন। মূলত এটি বিদেশী লেখকদের জন্য সাজানো হয়েছে।
  •   যদি কোনো বাংলা ভাষার লেখক অন্য ভাষায় মৌলিক বা স্বরচিত লেখা লিখতে চায় সে ক্ষেত্রে তাঁকে নিজস্ব বাংলা তথ্য সম্বলিত আইডি ব্যবহার করতে হবে। তাঁকে Foreign Writers বিভাগের পাতায় লেখার প্রয়োজন নাই। যদি তিনি তা করতে চান তবে তাকে স্বনামে সেই ভাষায় খ্যাতিমান হতে হবে। মনে রাখতে হবে Foreign Writers বিভাগ শুধুমাত্র বিদেশী লেখকদের প্লাটফর্ম। তবে কোনো প্রবাসী বা বাংলাদেশি বংশোদ্ভূত লেখক বাংলা ভাষার বাইরে লেখালেখি করে থাকে তার জন্যও এই Foreign Writers বিভাগ প্রযোজ্য।

ছ) চলমান ইভেন্ট
  •   চলমান ইভেন্ট বিভাগে শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র শিশুদের শিল্প-সংস্কৃতি ও শিশু সাহিত্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে যেকোনো পার্বণ, জাতীয় দিবস বা মাঝে মাঝে অনুষ্ঠান বা ইভেন্টের আয়োজন করবে। চলমান ইভেন্ট বিভাগে নিয়ম বহির্ভূতভাবে কেউই অংশগ্রহণ করতে পারবে না।
  •   এখানে বিভিন্ন অনুষ্ঠানের যখন যে নিয়মাবলী, নীতিমালা, সময় বা শর্ত প্রদান করা হবে তার সবকিছুই যেকোনো অংশগ্রহণকারী ও শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রের সকল সদস্য কর্মকর্তা বা কর্মচারী মেনে চলতে বাধ্য থাকবেন।
  •   এখানে চলমান ইভেন্টের লেখা আহ্বান বা প্রতিযোগিতামূলক বিষয়ের উপর লিখিত লেখার সেরা লেখাগুলো প্রচার করা হবে।

জ) মন্তব্য প্রকাশে প্রযোজ্য
  •   অন্যের লেখায় শুধুমাত্র ‘ভালো লেগেছে’ টাইপের মন্তব্য না করে লেখার সাথে প্রাসঙ্গিক, অর্থবহ ও গঠনমূলক মন্তব্য করুন।
  •   প্রয়োজন ছাড়া প্রসঙ্গের বাইরে গিয়ে উত্তর-প্রত্যুত্তরের মাধ্যমে কোনো লেখায় আড্ডা শুরু করবেন না।
  •   একই মন্তব্য কপি করে (কিংবা টাইপ করে) অন্যের একাধিক লেখায় প্রকাশ করতে দেয়া হয় না। তবে আপনি আপনার নিজের যেকোনো লেখায় অন্যের মন্তব্যের প্রতি-উত্তরে ধন্যবাদ জ্ঞাপনসূচক একই মন্তব্য কপি করে দিতে পারেন।
  •   একই মন্তব্য কপি করে একাধিক লেখায় প্রকাশ করতে গেলে প্রকাশের পরিবর্তে সতর্কবার্তা দেখানো হয়। এই বার্তা দেখার পরও কেউ যদি বারবার একই মন্তব্য প্রকাশের চেষ্টা করতে থাকে, তবে দশের অধিক এরকম চেষ্টা করা হলে স্বয়ংক্রিয়ভাবে তার মন্তব্য করার ক্ষমতা ১ দিনের জন্য ব্যান করে দেয়া হয়।
  •   অন্যের লেখায় মন্তব্যের মাধ্যমে নিজের কোন লেখা পড়ার আমন্ত্রণ জানানো যাবে না।
  •   সদস্য ছাড়া অন্য কেউ কোন লেখায় মন্তব্য করলে তা সরাসরি প্রকাশ করা হয় না। আপনার লেখায় এমন মন্তব্য এলে তার নিচে ‘প্রকাশ করুন’ নামের লিঙ্কে ক্লিক করে তা প্রকাশ করতে পারবেন আপনি। তবে মন্তব্যটি যদি সংশ্লিষ্ট লেখার উপর না হয় এবং বিতর্কমূলক কিংবা অপ্রাসঙ্গিক কোনো বিষয়ে হয়ে থাকে, তবে মন্তব্যের নিচের ‘মুছে ফেলুন’ লিঙ্কে ক্লিক করে তা মুছে ফেলতে হবে। তা না হলে মন্তব্যকে কেন্দ্র করে যদি কোনো বিতর্ক কিংবা অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয় তবে তার দায়ভার মন্তব্য প্রকাশকারীর উপরই বর্তাবে।
  •   কোনো সদস্য, লেখা বা মন্তব্য নিয়ে অভিযোগ, অথবা আলোচনা সংক্রান্ত সমালোচনা বা জিজ্ঞাসা থাকলে তা বিষয়বস্তু অনুযায়ী অভিযোগের লিঙ্ক অথবা যোগাযোগ পাতা ব্যবহার করে আমাদের জানাতে হবে। জানানোর পর অন্তত ৩ দিন সময় দিতে হবে তা যাচাইয়ের জন্য। তা না করেই যদি এমন কোনো বিষয় নিয়ে আলোচনা পাতায় লেখা প্রকাশ করা হয়, তবে তা ব্যানযোগ্য।

ঞ) বই যোগ করতে অবশ্যই করণীয় বিষয়
  •   এখানে কেবল লেখকদের নিজস্ব মৌলিক বই যোগ করতে হবে। অন্য যেকোনো রকম বই যোগ করা পুরোপুরি নিষিদ্ধ।
  •   বইটিতে অবশ্যই আপনার স্বরচিত লেখা থাকতে হবে।
  •   বইটি অবশ্যই বাস্তবে প্রকাশিত হয়েছে এমন বই হতে হবে। এটি মূলত কাগজের মুদ্রণে প্রকাশিত বই হতে হবে। তবে শর্তসাপেক্ষে অনলাইনে পিডিএফ বই হিসাবে প্রকাশিত বইও যোগ করতে পারবেন।
  •   কাগজের মুদ্রণে প্রকাশিত বইয়ের ক্ষেত্রে বইয়ের নামের সাথে প্রকাশনীর নাম, সম্পাদকের নাম ও প্রচ্ছদের ছবিসহ অন্যান্য তথ্য দেয়া বাধ্যতামূলক। এসব তথ্য ছাড়া যেসব বই যোগ করা হবে, তা যাচাই করা সম্ভব না হলে ব্যান করে দেয়া হবে।
  •   পিডিএফ বই হলে পিডিএফ ফাইলটি ডাউনলোডের লিঙ্ক অবশ্যই দিতে হবে। এটি বিনামূল্যে বিতরণযোগ্য হতে হবে।

ট) শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র আপনাদের জন্য কী করতে সক্ষম
  •   শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র প্রতিটি পোস্ট খুবই যত্নসহকারে প্রকাশ করা হয়। আপনারা এই পোস্টগুলো সম্পর্কে মন্তব্য করতে পারেন। আপনাদের এই সহযোগিতা ভবিষ্যতে আমাদের আরো উৎসাহিত করবে।
  •   লেখা প্রকাশের সময় আপনি লেখা প্রচারের নির্দেশিকা অনুসরণ করবেন। প্রত্যেকটি নির্দেশনা বুঝে তারপর লেখা প্রকাশ করুন।
  •   লেখা প্রকাশের ক্ষেত্রে আমাদের রয়েছে একটি বিশেষ আয়োজন। লেখার শিরোনামের জন্য একটি ইলাস্ট্রেসন বা ব্যানার দেওয়া থাকবে তা চিহ্নিত করে অথবা কেবল একটি রং নির্বাচন করেও লেখা প্রকাশ করতে পারবেন অনায়াসেই। মনে রাখবেন, লেখা প্রকাশের এসব পদ্ধতি আপনার লেখাকে সমৃদ্ধ করে তুলতে সহায়ক হবে।

ঠ) থার্ডপার্টি লিংক
  •   আপনারা শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রের অনুমতি ব্যতীত অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক www.ssbk.xyz এখানে শেয়ার করতে পারবেন না। একান্ত প্রয়োজনীয় বিষয়ে আলোকপাত করার জন্য থার্ডপার্টি লিঙ্ক ব্যবহার করা যেতে পারে।

ড) বিজ্ঞাপন প্রসঙ্গে
  •   আমাদের ওয়েবসাইটে আপনারা কিছু বিজ্ঞাপন দেখে থাকবেন, যা বিভিন্ন প্রকার হয়ে থাকে। যেমন ডিসপ্লে, মেচডকনটেন্ট, স্টিকি প্রভৃতি। এই বিজ্ঞাপন গুলি Google কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত। যদি কোনো বিজ্ঞাপনে আপনাদের অসুবিধা থাকে তবে বিজ্ঞাপনটির (i) বাটনে ক্লিক করে সেটি দেখানো বন্ধ করতে পারবেন।

ঢ) অ্যানালিটিক্স প্রসঙ্গে
  •   শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রের তার ব্যবহারকারীদের অ্যানালিটিক্স ডেটা সংরক্ষণ করার পূর্ণ স্বাধীনতা রাখে। ওয়েবসাইটের প্রতিটি পোস্ট, কমেন্ট ও বিজ্ঞাপনে ইনভেলিড অ্যাক্টিভিটি থেকে ব্যবহারকারীদের বিরত থাকার জন্য সতর্ক করা হচ্ছে নতুবা আপনাকে যেকোনো মুহূর্তে ব্লক করা হবে এবং যথোপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ণ) শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রের এন্ড্রয়েড অ্যাপ প্রসঙ্গে
  •   প্রিয় শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রের পাঠক, সদস্য, শুভানুধ্যায়ীগণ— আপনাদের সচেতনতার জন্য জানানো হচ্ছে যে, আমাদের কোনো অফিসিয়াল এন্ড্রয়েড অ্যাপ নেই। তাই ফেক অ্যাপ থেকে সর্বদা দূরে থাকুন।

ত) গোপনীয়তা নীতি পরিবর্তন
  •   শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রের ওয়েবসাইটের গোপনীয়তা নীতি যেকোনো সময়ে পরিবর্তন হতে পারে। যখন নতুন নীতিমালা যোগ করা হবে তখন ওয়েবসাইটে পোস্টের মাধ্যমে ব্যবহারকারী সদস্যদের জানিয়ে দেওয়া হবে। যদি কোনো কারণে গোপনীয়তা নীতি পরিবর্তনের নোটিশ না দেওয়া হয় তবে ওয়েবসাইটের নিচে দেওয়া ‘Privacy Policy’ অংশে এসে দেখে নিতে হবে।

থ) শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রের অনলাইন প্রকাশনীর দাবি পরিত্যাগী নীতি

সুধি পাঠকবৃন্দ, শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র তার দাবি পরিত্যাগী নীতি সম্পর্কে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাতে বদ্ধপরিকর। শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র তার ওয়েবসাইটে বিভিন্ন লেখকদের যেসব লেখা প্রকাশ করে তার সম্পূর্ণ ক্রেডিট প্রতিটি লেখার শীর্ষ নামে উল্লেখিত লেখক দ্বারা সংরক্ষিত। যদি কেউ এসব লেখার কোনো অংশ অপব্যবহার করে অথবা কবির নাম ব্যতীত অন্য কোনো ওয়েবসাইটে অন্য নামে প্রকাশ করে তার দায়ভার শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রের নয়। সেই লেখা বা কনটেন্ট এর লেখক নিজের মতো করে অপব্যবহারকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রে প্রকাশিত কোনো লেখার বিকৃতকরণের বিরুদ্ধে যদি অপরাধ অথবা অপব্যবহারের মামলা অথবা ওই প্রকার কোনো অভিযোগ ওঠে তবে শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র সেই লেখার দাবি পরিত্যাগ করবে।

আশা করছি, শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র তার দাবি পরিত্যাগী নীতি সম্পর্কে আপনাদের বোঝাতে সক্ষম হয়েছে। শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র মনে করে, আপনারা এসব বিষয় মেনে www.shishu-sahitya.com ওয়েবসাইট ব্যবহার করবেন।

যদি শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রে দাবি পরিত্যাগী নীতি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তবে ইমেইল করুন ssbk.xyz@gmail.com

দ) স্বত্বমূল্য বা রয়্যালিটি অভিযোগ
  •   শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রে কোনো লেখা প্রকাশের জন্য কোনো স্বত্বমূল্য বা রয়্যালিটি প্রদান করা হয় না।
  •   যদি কেউ এমন দাবি তোলে বা এ নিয়ে কোনো আইনি প্রক্রিয়ার মাধ্যমে জটিলতা তৈরী করে তাহলে তার আইডি ব্যানসহ, তার প্রচারিত সব লেখা ও সকল তথ্য সম্পূর্ণরূপে মুছে ফেলা হবে। এবং রেজিস্ট্রেশনের জন্য ব্যবহৃত মুছে ফেলা কোনো তথ্যই পুনরায় গ্রহণ করা হবে না। যদি ইতঃপূর্বে তার কোনো লেখা, বিজ্ঞাপন বা প্রচারের জন্য কোনো কিছু শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র ব্যবহার করে থাকে, সে ব্যাপারে শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র কোনো প্রকার কোনো ব্যবস্থা গ্রহণ না করলে সেক্ষেত্রেও লেখক বা সংশ্লিষ্ট কেউ এর ব্যাপারে শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে না।
  •   সকল সদস্যবৃন্দ শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রের কোনো অর্থ বা সম্পদের মালিকানা দাবি বা কোনো লেনদেনের সাথে যুক্ত হতে পারবে না। তবে শর্তহীনভাবে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অনুদান দেয়, সেক্ষেত্রে শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র তা সানন্দে গ্রহণ করবে।
  •   শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র যদি কোনো লেখা বা কোনো লেখকের লেখা নিয়ে কাগজের মুদ্রণে বই আকারে বাণিজ্যিক উদ্দেশ্যে প্রকাশনা করে, সে ক্ষেত্রে লেখকের সাথে শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র একটি চুক্তিনামায় চুক্তি সম্পাদন করবে এবং সেই চুক্তিনামা উভয়েই মেনে সম্মতিসূচক স্বাক্ষরের মাধ্যমে সকল প্রক্রিয়া শেষ করবে। এ ক্ষেত্রে লেখা বা বই মুদ্রণ বা প্রকাশের পর ঐ চুক্তির বাইরে আর কোনো ওজর-আপত্তি গ্রহণযোগ্য হবে না।
  •   শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রের স্বার্থে বা সাময়িক প্রয়োজনে খণ্ডকালীন, সম্পূর্ণরূপে বা সবসময়ের জন্য কোনো লেখককে প্রচার বা কোনো লেখা প্রকাশ করে তার জন্য কোনো প্রকার স্বত্বমূল্য বা রয়্যালিটি দেওয়া হবে না।
  •   কোনো স্মারক গ্রন্থে প্রকাশিত কোনো লেখা, বিজ্ঞাপন বা প্রচারের জন্য কোনো প্রকার স্বত্বমূল্য বা রয়্যালিটি দেওয়া হবে না।
  •   শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রের কোনো সদস্য শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রের যেকোনো লেখা, সামাজ্যিক মাধ্যম, ইউটিউব স্বত্ব, ভিডিও প্রদর্শন, বিজ্ঞাপন, অনুষ্ঠান, অনুদান বা ইভেন্ট থেকে প্রাপ্ত অর্থ বা যেকোনো মাধ্যমে অর্জিত অর্থ-সম্পদ বা সম্পদের মালিকানা স্বত্ব দাবি করতে পারবে না। এসব অর্থ বা সম্পদ সম্পূর্ণ শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রের নিজস্ব বলে বিবেচিত হবে।
  •   শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রের যেকোনো অনুষ্ঠান, কার্যক্রম বা চলমান ইভেন্টের সর্বস্বত্ব শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রের নিজস্ব থাকবে। এসব ক্ষেত্রে কোনো সদস্য, ব্যক্তি, ব্যক্তিবর্গ বা কোনো প্রতিষ্ঠান এর সর্বস্বত্ব বা আংশিক স্বত্ব দাবি করতে পারবে না।
  •   শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র কর্তৃক প্রকাশিত লেখকের বই বিক্রির ভিত্তিতে শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র প্রদত্ত পারিশ্রমিকের হার বা পরিমাণ চূড়ান্ত বলে বিবেচিত হবে।
  • ব্যাক্তিগত কারণে শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রকে ব্যবহার করে কেউ কখনোই কোনো প্রকার আর্থিক লেনদেনের কোনো বিজ্ঞাপন প্রচার করতে পারবে না। কেউ যদি এমন করে তবে তার বিরুদ্ধে প্রচলিত ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধ) কপিরাইট ভঙ্গের অভিযোগ
  •   আপনি যদি মনে করে থাকেন যে, www.ssbk.xyz ওয়েবসাইটে প্রদর্শিত কোনো লেখা, অথবা অন্য যেকোনো তথ্য আপনার কপিরাইট অধিকার ভঙ্গ করেছে, তাহলে নিচের ফরমটি পূরণ করে এ ব্যাপারে আমাদের বিস্তারিত জানান। আপনার অভিযোগ পাওয়ার পর যত দ্রুত সম্ভব তা যাচাই করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ন) শর্তাবলী
  •   শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র আশা করছে, আপনারা সবাই উপরে প্রদত্ত লেখার বর্ণনা, নিয়ম, নীতিমালাসহ বিধিনিষেধ মেনে www.ssbk.xyz ওয়েবসাইট ব্যবহার করবেন।

প) সর্বস্বত্ব সংরক্ষিত
  •   শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রের পূর্ণ স্বাধীনতা রয়েছে এই ওয়েবসাইটে প্রকাশিত যেকোনো পোস্ট ও মন্তব্য সংরক্ষণ করার ও প্রয়োজনে তা ব্লক, ডিলিট ও স্পার্ম করার। আশা করছি, আপনারা এই নীতির অপব্যবহার বা অবমাননা করবেন না।

ফ) যোগাযোগ
  •   শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রের প্রণীত নীতিমালা সম্পর্কে যদি আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকে তবে ইমেইল করুন ssbk.xyz@gmail.com
লেখক খুঁজুন
লেখা খুঁজুন
আজকে যাদের জন্মদিন
Loading...
লেখার ক্যাটাগরি

সাধারণত শিশু সাহিত্য বিষয়ক সব বিষয়ের উপড়ই আমরা লেখা আহ্বান বা প্রকাশ করে থাকি। শিশু সাহিত্য বহির্ভূত কোন প্রকার লেখাই এখানে প্রকাশ করা হয় না। নিম্নোক্ত বিভাগগুলির শিশু সাহিত্য লেখার জন্য সকলকে অনুরোধ করা হলো।

Loading...
মনোনিত জনপ্রিয় লেখক
নতুন মেম্বার
Loading...

শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রে নীতিমালা মেনেই লেখা প্রকাশ করতে হবে। এখানে নীতিমালা বহির্ভূত কোন লেখাই প্রকাশ করা যাবে না। যদি কেউ প্রকাশ করেন তার দায় শুধুমাত্র লেখকের উপরই বর্তাবে। তার জন্য শিশুসাহিত্য বিকাশ কেন্দ্রের কর্তৃপক্ষ বা এর সাথে সম্পৃক্ত কারোর উপরই তার দায় বর্তাবে না। লেখা প্রকাশের পূর্বে অবশ্যই আমাদের নীতিমালার বিষয়ে অবগত হউন।