Loader
  • আজ বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ |
  • ২১শে নভেম্বর ২০২৪

এক নজরে শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র

খ্যাতিমানদের লেখা .. টি মোট নিবন্ধিত সদস্য .. জন
মোট প্রকাশিত লেখা .. টি লেখা প্রকাশ করেছেন .. জন
মোট মন্তব্য প্রকাশিত .. টি বিদেশী লেখা প্রকাশিত .. টি   
অঙ্কন: দেলোয়ার হোসেন
‘তোমরা আমায় কোথায় নিয়ে যাচ্ছো?
আমি মায়ের কাছে যাব।‘
রাসেলের কণ্ঠে আকুল মিনতি; তবুও ভয়হীন;
ছোট্ট রাসেল জানে না তখনো౼
হতে চলেছে প্রদীপ নেভানো মৃত্যুঞ্জয়ী আয়োজন।
 
হায়েনারা সমস্বরে বলে౼
মায়ের কাছে যাবি? এই যা!
হিংস্র পাষাণের বেয়নেটে ছোট্ট রাসেলের দেহ;
ঘরের মেঝেতে রক্তের মানচিত্র এঁকে নিথর হলো!
মায়ের কাছে ফেরা হয় না রাসেলের,
কলঙ্কিত উপাখ্যান বত্রিশ নম্বর বাড়ির নামফলক পেরিয়ে
বাংলার বিজরভূমি আর্তনাদ করে ওঠে౼
‘কেন তোরা আমার সন্তানকে নিলি কেড়ে?
ঐ দ্যাখ্, ভোরের আভা জলের ধারায় বইছে বহ্নিমান!
ঐ দ্যাখ্, আবর্ত বাতাসে করুণ বিউগল ক্রন্দনের চেয়েও অশ্রুপাত!
ঐ দ্যাখ্, মেঘের ধারা ঝরছে মর্সিয়া; বিরামহীন ভূলোক লুণ্ঠিয়া!
ঐ দ্যাখ্, তোরা চিরকাল বিজিত; কাপুরুষ খেতাব বুকেতে লিখলি উল্লাসে
আজ থেকে তোরা ঘাতক হলি; পুষ্প-মহানের লাশকে মাড়িয়ে।’
 
‘আমি মায়ের কাছে যাব।‘
মায়ের কাছে যেতে, এর চেয়ে বেশি কী ছিল মিনতি?
রাসেলের শৈশব আজীবনই অনাদিকাল রয়ে গেল;
রাসেল আজ বিস্তীর্ণ౼ বাংলার চির সবুজ পাটাতনে,
সেই রাসেল আজ౼ ফুলেল সমাদরে,
এমন রাসেল আজ౼ প্রতিটি ঘরে ঘরে,
এমন রাসেলরা আজ౼ বিস্তৃত সোচ্চারে,
এমন রাসেলরা আজ౼ পোস্টারে, বিপ্লবী স্লোগানে,
এমন রাসেলরা চিরদিনই তোদের ভয়ের নাম,
এমন রাসেলরা কোনোদিনও তোদের করবে না ক্ষমা;
দিতে হবে তোদের আবহমান রক্তের প্রতিদান।
প্রকাশ তারিখ: 21-10-2022,  ক্যাটাগরি: কবিতা ,  লেখক: দেলোয়ার হোসেন
মন্তব্য লিখুন
মন্তব্য করতে লগইন করুন।
মন্তব্য সমুহ:
কোন মন্তব্য পাওয়া যায়নি।

এই লেখাটির পুরো স্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত। অনুমতি ব্যতীত অন্য কোথাও লেখাটি প্রকাশ করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। প্রকাশ করা হলে তা কপিরাইট আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে।

সামাজিক যোগাযোগ
শেয়ার করুন
লেখক খুঁজুন
লেখা খুঁজুন
আজকে যাদের জন্মদিন
Loading...
লেখার ক্যাটাগরি

সাধারণত শিশু সাহিত্য বিষয়ক সব বিষয়ের উপড়ই আমরা লেখা আহ্বান বা প্রকাশ করে থাকি। শিশু সাহিত্য বহির্ভূত কোন প্রকার লেখাই এখানে প্রকাশ করা হয় না। নিম্নোক্ত বিভাগগুলির শিশু সাহিত্য লেখার জন্য সকলকে অনুরোধ করা হলো।

Loading...
মনোনিত জনপ্রিয় লেখক
নতুন মেম্বার
Loading...

শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রে নীতিমালা মেনেই লেখা প্রকাশ করতে হবে। এখানে নীতিমালা বহির্ভূত কোন লেখাই প্রকাশ করা যাবে না। যদি কেউ প্রকাশ করেন তার দায় শুধুমাত্র লেখকের উপরই বর্তাবে। তার জন্য শিশুসাহিত্য বিকাশ কেন্দ্রের কর্তৃপক্ষ বা এর সাথে সম্পৃক্ত কারোর উপরই তার দায় বর্তাবে না। লেখা প্রকাশের পূর্বে অবশ্যই আমাদের নীতিমালার বিষয়ে অবগত হউন।