আমাদের ওয়েবসাইটে আপনারা কিছু বিজ্ঞাপন দেখে থাকবেন, যা বিভিন্ন প্রকার হয়ে থাকে। যেমন ডিসপ্লে, মেচডকনটেন্ট, স্টিকি প্রভৃতি। এই বিজ্ঞাপন গুলি Google কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত। যদি কোনো বিজ্ঞাপনে আপনাদের অসুবিধা থাকে তবে বিজ্ঞাপনটির (i) বাটনে ক্লিক করে সেটি দেখানো বন্ধ করতে পারবেন।
সাধারণত শিশু সাহিত্য বিষয়ক সব বিষয়ের উপড়ই আমরা লেখা আহ্বান বা প্রকাশ করে থাকি। শিশু সাহিত্য বহির্ভূত কোন প্রকার লেখাই এখানে প্রকাশ করা হয় না। নিম্নোক্ত বিভাগগুলির শিশু সাহিত্য লেখার জন্য সকলকে অনুরোধ করা হলো।
শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রে নীতিমালা মেনেই লেখা প্রকাশ করতে হবে। এখানে নীতিমালা বহির্ভূত কোন লেখাই প্রকাশ করা যাবে না। যদি কেউ প্রকাশ করেন তার দায় শুধুমাত্র লেখকের উপরই বর্তাবে। তার জন্য শিশুসাহিত্য বিকাশ কেন্দ্রের কর্তৃপক্ষ বা এর সাথে সম্পৃক্ত কারোর উপরই তার দায় বর্তাবে না। লেখা প্রকাশের পূর্বে অবশ্যই আমাদের নীতিমালার বিষয়ে অবগত হউন।