Loader
  • আজ শনিবার ৫ই মাঘ ১৪৩১ |
  • ১৮ই জানুয়ারী ২০২৫

এক নজরে শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র

খ্যাতিমানদের লেখা .. টি মোট নিবন্ধিত সদস্য .. জন
মোট প্রকাশিত লেখা .. টি লেখা প্রকাশ করেছেন .. জন
মোট মন্তব্য প্রকাশিত .. টি বিদেশী লেখা প্রকাশিত .. টি   
অঙ্কন: তাসনিম নাহার নোলক
উৎস্বর্গ: -সকল স্তরের নাফ পাড়ের কবি ও লিখিয়ে প্রাণের সখা-সখী দের জন্য।
কবিতার উপনাম: “নদীনাফের স্বপ্নের কবি”


কবিরা ঐশ্বরিক নয়, নয় ঔরষজাত
কবির প্রান, মন, আত্মা সবই স্নাত,
রেক কিসিম আছে কবি, তাদের কবিতায়
তাহার মাঝে স্বপ্নের কবি আছে জ্ঞাত সবই তায়।


স্বপ্নবাজ কবিরা নবরুপে গড়ে কলেবর
চিন্তা ও ধ্যানে মগ্ন থাকে সদা তৎপর
কিয়দংশ তারই মাঝে আছে মোজাহের
সিংহভাগই স্বপ্নবাজ যে কবি, তারাই স্বপ্নের।


নদীনাফের টেকনাফ আছে জনপদ,
নাফের কিছু কবি আছে খুবই অদ্ভুদ।
নাফের কবি বলে যেন করোনা উপহাস
এরাই করবে সোনালী বাংলার রুপালী ইতিহাস।
নামে-বেনামে, খ্যাতে-কুখ্যাতে ঘুচিত বদনাম
রচিবে একদিন বাংলার বুকে এসবের সুনাম।

নাফ পাড়েরকবিরা বলে স্বপ্নের কথা,
নাফনদী তায় স্বাক্ষী তাদের থাকবে সবই গাথা।
এই কবিরা বলে সবে, প্রেম-বিরহ কাব্য,
মাদক-নারী পাচার হলে কলমি ডগায় শ্রাব্য।
যতদিন আছে টেকনাফ, নাফের জনপদে
স্বপ্নের কবি কবে কথা সর্বদা স্নেহাস্পদে।


কবিরাই পুঁথিপপাতার পবিত্র প্রেমিক
কাব্যে-কাথায় মজবে তারা আজীবনে রসিক।
স্বপ্নবাজ নাফের তরুণ, দেখবে স্বপ্ন যাকে, যেথায়
নাফের কবি স্বপ্নের কথা বলবে নাফের বাঁকে, সেথায়।
 
বই: জে মাহমুদ রচনাসমগ্র
প্রকাশ তারিখ: 15-12-2021,  ক্যাটাগরি: কবিতা ,  লেখক: N. A. Jobair Mahmud
মন্তব্য লিখুন
মন্তব্য করতে লগইন করুন।
মন্তব্য সমুহ:
Avatar
সুপার এডমিন

প্রথম লেখা আমরা প্রকাশ করলাম। অবশ্যই পরবর্তী লেখা শিশুতোষ লেখা আশা করবো। ধন্যবাদ।

3 বছর আগে

এই লেখাটির পুরো স্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত। অনুমতি ব্যতীত অন্য কোথাও লেখাটি প্রকাশ করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। প্রকাশ করা হলে তা কপিরাইট আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে।

সামাজিক যোগাযোগ
শেয়ার করুন
লেখক খুঁজুন
লেখা খুঁজুন
আজকে যাদের জন্মদিন
Loading...
লেখার ক্যাটাগরি

সাধারণত শিশু সাহিত্য বিষয়ক সব বিষয়ের উপড়ই আমরা লেখা আহ্বান বা প্রকাশ করে থাকি। শিশু সাহিত্য বহির্ভূত কোন প্রকার লেখাই এখানে প্রকাশ করা হয় না। নিম্নোক্ত বিভাগগুলির শিশু সাহিত্য লেখার জন্য সকলকে অনুরোধ করা হলো।

Loading...
মনোনিত জনপ্রিয় লেখক
নতুন মেম্বার
Loading...

শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রে নীতিমালা মেনেই লেখা প্রকাশ করতে হবে। এখানে নীতিমালা বহির্ভূত কোন লেখাই প্রকাশ করা যাবে না। যদি কেউ প্রকাশ করেন তার দায় শুধুমাত্র লেখকের উপরই বর্তাবে। তার জন্য শিশুসাহিত্য বিকাশ কেন্দ্রের কর্তৃপক্ষ বা এর সাথে সম্পৃক্ত কারোর উপরই তার দায় বর্তাবে না। লেখা প্রকাশের পূর্বে অবশ্যই আমাদের নীতিমালার বিষয়ে অবগত হউন।