কবিতার উপনাম: “নদীনাফের স্বপ্নের কবি”
কবিরা ঐশ্বরিক নয়, নয় ঔরষজাত
কবির প্রান, মন, আত্মা সবই স্নাত,
রেক কিসিম আছে কবি, তাদের কবিতায়
তাহার মাঝে স্বপ্নের কবি আছে জ্ঞাত সবই তায়।
স্বপ্নবাজ কবিরা নবরুপে গড়ে কলেবর
চিন্তা ও ধ্যানে মগ্ন থাকে সদা তৎপর
কিয়দংশ তারই মাঝে আছে মোজাহের
সিংহভাগই স্বপ্নবাজ যে কবি, তারাই স্বপ্নের।
নদীনাফের টেকনাফ আছে জনপদ,
নাফের কিছু কবি আছে খুবই অদ্ভুদ।
নাফের কবি বলে যেন করোনা উপহাস
এরাই করবে সোনালী বাংলার রুপালী ইতিহাস।
নামে-বেনামে, খ্যাতে-কুখ্যাতে ঘুচিত বদনাম
রচিবে একদিন বাংলার বুকে এসবের সুনাম।
নাফ পাড়েরকবিরা বলে স্বপ্নের কথা,
নাফনদী তায় স্বাক্ষী তাদের থাকবে সবই গাথা।
এই কবিরা বলে সবে, প্রেম-বিরহ কাব্য,
মাদক-নারী পাচার হলে কলমি ডগায় শ্রাব্য।
যতদিন আছে টেকনাফ, নাফের জনপদে
স্বপ্নের কবি কবে কথা সর্বদা স্নেহাস্পদে।
কবিরাই পুঁথিপপাতার পবিত্র প্রেমিক
কাব্যে-কাথায় মজবে তারা আজীবনে রসিক।
স্বপ্নবাজ নাফের তরুণ, দেখবে স্বপ্ন যাকে, যেথায়
নাফের কবি স্বপ্নের কথা বলবে নাফের বাঁকে, সেথায়।