Loader
  • আজ বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ |
  • ২১শে নভেম্বর ২০২৪

এক নজরে শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র

খ্যাতিমানদের লেখা .. টি মোট নিবন্ধিত সদস্য .. জন
মোট প্রকাশিত লেখা .. টি লেখা প্রকাশ করেছেন .. জন
মোট মন্তব্য প্রকাশিত .. টি বিদেশী লেখা প্রকাশিত .. টি   

আপনি কি একজন লেখাপ্রিয় মানুষ? শিশু সাহিত্য রচনায় আগ্রহী? আপনার লেখা অনলাইনে প্রকাশ করতে চান? সদস্য হিসাবে যোগ দিয়ে আপনি চাইলেই আপনার লেখা (শিশুতোষ সাহিত্য) এখানে প্রকাশ করতে পারেন। নিজের খ্যাতি প্রকাশের পাশাপাশি শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রের দেশ বিদেশের অন্যান্য লেখকদের লেখা পাঠ এবং মন্তব্য আদান-প্রদানের মাধ্যমে অন লাইনে অসংখ্য দর্শকদের কাছে নিজের লেখার ব্যাপ্তিশীল প্রসারের জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যে কোনো লেখার পূর্বে “লেখার নীতিমালা” পড়ে নিতে পারেন।

সাম্প্রতিক লেখা

অঙ্কন: তাসনিম নাহার নোলক

বাংলা আমার মাতৃভূমি
বাংলা প্রিয় দেশ,
বাংলা আমার জন্মভূমি 
স্বাধীন বাংলাদেশ।

দেশটা আমার রূপে ভরা
সবুজ-শ্যামল খুব,
তাইতো হৃদয় দেয় যে আমার
তার-ই মায়ায় ডুব।

দেশটা আমার ফুলেল খুবই
আছে হাজার ফুল...

অঙ্কন: দেলোয়ার হোসেন

জানি না কোন পুণ্য বলে পেয়েছি এই মানব জন্ম।
সু-ন্দ-র            অতি             সুন্দর।

বিশ্ব ব্রহ্ম সম          মানসিকতা দিয়েছো
সকল কিছু বো...

অঙ্কন: তাসনিম নাহার নোলক

নানান রূপে পেয়েছি তোমারে জীবন মাঝে
নানান সাজে                নানান নামে
ওগো       আমার ভালোবাসার ধন 
এই জগতেে তুমিই আমার সব।।

তুমি আমার নয়ন মোদে   জী...

সত্য আর ধৈর্য আমার শক্তি,
মানুষকে মন্দ কাজে দেই না কোন যুক্তি।
মন্দ মানুষের বিরুদ্ধে আমৃত্যু লড়ি,
সঠিক সময়ে সঠিক কাজটি আমি করি।
মানুষের দুঃখে আমি কাঁদতে চাই,
মানুষের বিপদে আমি ছুটে যাই।
শিক্ষার আলো আমি চারিদিকে ছড়িয়ে...

অঙ্কন: গোবিন্দ প্রসাদ দেবনাথ

আজ বাকরুদ্ধ আমি একা, স্বপ্নের পৈচাশিক যন্ত্রনা কেউ একলা ছেড়ে দেওয়া ছাড়া হয়না স্বপ্নপথের যাত্রী, হচ্ছি পথহারা। বলেনা কেউ হয়না কেউ পারব আমি সব থেকে সেরা নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা তারপরেও হীনমন্যতা, দীনতা। খুরে খুরে খাচ্ছে, বয়স বাড়ছে দেখা মেলেনা স্বপ্নসারথ...

লেখক খুঁজুন
লেখা খুঁজুন
আজকে যাদের জন্মদিন
Loading...
লেখার ক্যাটাগরি

সাধারণত শিশু সাহিত্য বিষয়ক সব বিষয়ের উপড়ই আমরা লেখা আহ্বান বা প্রকাশ করে থাকি। শিশু সাহিত্য বহির্ভূত কোন প্রকার লেখাই এখানে প্রকাশ করা হয় না। নিম্নোক্ত বিভাগগুলির শিশু সাহিত্য লেখার জন্য সকলকে অনুরোধ করা হলো।

Loading...
মনোনিত জনপ্রিয় লেখক
নতুন মেম্বার
Loading...

শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রে নীতিমালা মেনেই লেখা প্রকাশ করতে হবে। এখানে নীতিমালা বহির্ভূত কোন লেখাই প্রকাশ করা যাবে না। যদি কেউ প্রকাশ করেন তার দায় শুধুমাত্র লেখকের উপরই বর্তাবে। তার জন্য শিশুসাহিত্য বিকাশ কেন্দ্রের কর্তৃপক্ষ বা এর সাথে সম্পৃক্ত কারোর উপরই তার দায় বর্তাবে না। লেখা প্রকাশের পূর্বে অবশ্যই আমাদের নীতিমালার বিষয়ে অবগত হউন।