মোঃ হেদায়েতুল ইসলাম
ছোট্ট সোনা ঘুম থেকে সে সকাল সকাল উঠে,
মায়াভরা মুখটিতে তার সুখের হাসি ফোটে।
সকাল সকাল পড়তে বসে করেনা তো হেলা,
হাসি আনন্দের মাঝে কাটে ছোট্ট সোনার বেলা।
সবজি আর ফল খেতে তার নেইতো কোন জুড়ি,
অনেক সময় ছোট্ট সোনা উড়ায় সাধের ঘুড়ি।
গল্প শোনায় ছোট্ট সোনার হবে না তুলনা,
সবার ভালবাসা নিতে ছোট্ট সোনা কভু ভুলেনা।