Loader
  • আজ শনিবার ৫ই মাঘ ১৪৩১ |
  • ১৮ই জানুয়ারী ২০২৫

এক নজরে শিশু সাহিত্য বিকাশ কেন্দ্র

খ্যাতিমানদের লেখা .. টি মোট নিবন্ধিত সদস্য .. জন
মোট প্রকাশিত লেখা .. টি লেখা প্রকাশ করেছেন .. জন
মোট মন্তব্য প্রকাশিত .. টি বিদেশী লেখা প্রকাশিত .. টি   
অঙ্কন: তাসনিম নাহার নোলক
মৃত্যু পরিবহন 
সাইমুম হাবীব
 
হত্যা নাকি দুর্ঘটনা বোঝার উপায় নাইরে ভাই 
মৃত্যু নামে চলছে গাড়ি আমার দেশের পথে তাই ।
জীবন যাচ্ছে প্রতিদিনই, ধরে মৃত্যু নামের পথ,
কতো মায়ে ভিজা আঁচল ভরে লিখছে দুখের খত্। 
 
আমার দেশে আন্দোলন হয় নিরাপদ সব সড়ক চাই, 
ফলপ্রসূতার উল্টো দিকে রাস্তায় মরা দেহ পাই।
গাড়ি ভাড়া কমের বদল শিক্ষার্থীরা খাচ্ছে মার,
উচিত কথার আন্দোলনে পুলিশ এসে দিচ্ছে তাড়।
 
রাস্তা বোধহয় ভালোবাসে তাজা লাশের রক্তের ঘ্রাণ,
তাইতো শেষে মৃত্যু সেজে নিচ্ছে এতো তাজা প্রাণ।
কান্না দিয়ে পর বাহিনী দিচ্ছে এতো রক্তের দাম,
চিঠি রূপে স্বজন পাচ্ছে সাড়ে তিন হাত মাটির খাম।
 
মৃত্যু বাহন! টেকনাফ থেকে তেতুলিয়ার প্রান্তে যান,
চিরতরে বিদায় দিনে বাহন নামে মৃত্যু পান।
মৃত্যু নামের পরিবহন! যাবেন নাকি জনগণ,
বিনা টাকায় এপার ওপার ভালো হয়ে যাবে মন।
 
কতো শতো আন্দোলনের হচ্ছে না আজ সমাধান,
হাফ ভাড়া তাই শহর জুড়ে গ্রামেগঞ্জে মিললো শাণ।
বিপর্যয়ের চির ডুবি করবে কবে আমার দেশ?
রক্ত প্রিয় রাস্তা কাণ্ড ! চলবে নাকি তারই রেশ?
 
রচনা: ৩রা ডিসেম্বর ২০২১ খ্রি.
প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২১ খ্রি.
নাগেশ্বরী, কুড়িগ্রাম, রংপুর
প্রকাশ তারিখ: 09-12-2021,  ক্যাটাগরি: কবিতা ,  লেখক: Saimum Habib
মন্তব্য লিখুন
মন্তব্য করতে লগইন করুন।
মন্তব্য সমুহ:
Avatar
সুপার এডমিন

প্রথম লেখার জন্য ধন্যবাদ। আমরা পরবর্তী লেখা অবশ্যই শিশুতোষ লেখা আশা করবো। এই ব্লগটি শুধু শিশুতোষ সাহিত্যের জন্য নির্ধারিত।

3 বছর আগে  (সম্পাদিত 1 বার)

এই লেখাটির পুরো স্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত। অনুমতি ব্যতীত অন্য কোথাও লেখাটি প্রকাশ করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। প্রকাশ করা হলে তা কপিরাইট আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে।

সামাজিক যোগাযোগ
শেয়ার করুন
লেখক খুঁজুন
লেখা খুঁজুন
আজকে যাদের জন্মদিন
Loading...
লেখার ক্যাটাগরি

সাধারণত শিশু সাহিত্য বিষয়ক সব বিষয়ের উপড়ই আমরা লেখা আহ্বান বা প্রকাশ করে থাকি। শিশু সাহিত্য বহির্ভূত কোন প্রকার লেখাই এখানে প্রকাশ করা হয় না। নিম্নোক্ত বিভাগগুলির শিশু সাহিত্য লেখার জন্য সকলকে অনুরোধ করা হলো।

Loading...
মনোনিত জনপ্রিয় লেখক
নতুন মেম্বার
Loading...

শিশু সাহিত্য বিকাশ কেন্দ্রে নীতিমালা মেনেই লেখা প্রকাশ করতে হবে। এখানে নীতিমালা বহির্ভূত কোন লেখাই প্রকাশ করা যাবে না। যদি কেউ প্রকাশ করেন তার দায় শুধুমাত্র লেখকের উপরই বর্তাবে। তার জন্য শিশুসাহিত্য বিকাশ কেন্দ্রের কর্তৃপক্ষ বা এর সাথে সম্পৃক্ত কারোর উপরই তার দায় বর্তাবে না। লেখা প্রকাশের পূর্বে অবশ্যই আমাদের নীতিমালার বিষয়ে অবগত হউন।